সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি============
সব পরিস্থিতিতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যাবশ্যক। সকল ধর্মের মানুষের চর্চাগত একসাথে থাকার রীতিই- আমার বাংলাদেশ। ধর্ম হিংসা ছড়ায় না, ধার্মিক তৈরি করে। পারস্পরিক সম্প্রীতিই আমাদের নিরাপত্তা – বসবাস। এমন বাংলাদেশে সংবাদ কর্মীদেরও রয়েছে দায়িত্ব। পেশাগত পারস্পরিক মত বিনিময় আমাদের আরও দায়িত্বশীল করবে, সম্প্রীতির বাংলাদেশ গড়তে।
এরই প্রেক্ষিতে সোমবার রাত ৭ টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় কুমিল্লায় কর্মরত প্রায় ৬৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি , ৭১ টেলিভিশনের প্রতিনিধি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, বাংলাদেশ সম্পাদক পরিষদের সহ-সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক নীতিশ বড়ুয়া, বাসস এর প্রতিনিধি ও কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি অশোক বড়ুয়া।
এ সময় আরো বক্তব্য রাখেন দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল, সহ সভাপতি মাহাবুব আলম বাবু, সদস্য দৈনিক জনকন্ঠের প্রতিনিধি মীর শাহলম, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার সহিদ উল্লাহ, দৈনিক ভোরের কাগজের প্রতিবেদক এম ফিরোজ মিয়া , একুশে টিভির প্রতিবেদক হুমায়ন কবির রনি, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, সিটিভি অনলাইনের সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক শিরোনামের সিনিয়র প্রতিবেদক মোতাহের হোসেন মাহবুব, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, কোষাধ্যক্ষ তাওহিদ হোসেন মিঠু, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, দিলীপ মজুমদার, জসিম উদ্দিন কনক, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, মাই টিভির প্রতিনিধি আবু মুসা, কালের কন্ঠের প্রতিনিধি আব্দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তানভীর দীপু, কুমিল্লা টোয়েন্টি ফোরের প্রতিবেদক আশা রহমান প্রমুখ।
কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা কোন গুজবে কান দিবো না, আমরা যা শুনবো তার বার বার যাচাই করবো, তারপর প্রকৃত সত্য পাঠকের সামনে তুলে ধরবো। দেশের কল্যাণে সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে সাংবাদিক সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।সংবাদ প্রকাশঃ =১৩-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
কুমিল্লা প্রেসক্লাবে “সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভা
আরো সংবাদ পড়ুন