Saturday, December 28, 2024
spot_img
More

    হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল-সমাবেশ

    সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ===============
    সরকার পতনের জেরে দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ঝিনাইদহ কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রবিবার সকালে ও বিকালে কালীগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ সভা, মানববন্ধন সহ মিিিছলটি কালীগঞ্জ সর্বজনীন কালীবাড়ীর সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন স্থানে ¯েøাগানে মূখরিত হয়েছে।কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন স্থানে হামলা ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মিছিলে বিভিন্ন ¯েøাগান দেন।তারা সরকার ও প্রশাসনের কাছে হিন্দুধর্মাবলম্বীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।
    পূজা উদযাপন কমিটির অন্যতম নেতা গৌতম বসু বলেন, “এই মাটি আমাদেরও। এটা আমাদের পিতৃপুরুষের সম্পত্তি। আমরা আর নিজ গৃহে পরবাসী হয়ে থাকতে চাই না। আমরা কোথাও যেতে চাই না।”বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশন মহাব্যবস্থাপক শিবুপদ বিশ্বাস,পূজা উদযাপন কমিটির কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ,সাংগঠনিক সম্পাদক বিপ্লব বিষ্ণু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কালীগঞ্জ শাখার সভাপতি তিথি রাণী ভদ্র,কালীগঞ্জ সর্বজনীন কালীবাড়ীর ভারপ্রাপ্ত সভাপতি নিশিত বরণ সাহা,সাধারণ সম্পাদক সাধন পাল,কালীগঞ্জ স্বর্ণ ব্যবসায়ীর সাধারণ সম্পাদক শুম্ভ কর্মকার সহ অনেকেই।এ সময় হিন্দু নেতারা ১৯৭১ সালে তাদের ধর্মের মানুষজনের ওপর হামলার ঘটনার কথা স্মরণ করিয়ে দেন।তারা অন্তর্র্বতীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন বন্ধ করার দাবি জানান।
    সমাবেশে বক্তারা দাবি করে বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট হচ্ছে।সা¤্র্রদায়িক শক্তির এমন হামলায় আতঙ্কিত হয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের পরিবার নিয়ে চমর নিরাপত্তাহীনতায় ভুগছেন।দেশে নিরাপত্তা না থাকায় হিন্দু সম্প্রদায়ের অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে অবস্থান নিয়েছে ভারতীয় সীমান্তে।তারা আরো দবি করেন, সারাদেশে প্রায় দেড় কোটি হিন্দু জনগোষ্ঠী রয়েছে।
    তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে হিন্দু সম্প্রদায়ের মানুষজন।
    দেশের প্রত্যেকটি আন্দোলন, সবশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও হিন্দু সম্প্রদায়ের ছেলে-মেয়েরা স্বতস্ফ্র্তূ অংশ নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। এতো কিছু করার পরও কেন সা¤প্রদায়িক হামলা চালানো হচ্ছে?
    দ্রুত এ সাম্প্রদায়িক হামলা বন্ধসহ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্প্রদায়িক আক্রমণকারীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সংবাদ প্রকাশঃ =১০-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments