ক্যাপশন ঃ মুরাদনগরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে লোটপাট শেষে দোকান ঘর গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।
সিটিভি নিউজ।। মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা :============
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে পূর্বে শত্রæতার জেড়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে চারটি দোকানে লোটপাটসহ দোকান ঘর গুড়িয়ে দিয়েছে একদল সন্ত্রাসী।
গত সোমবার রাতে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার বাঙ্গরা বাজরে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা গ্রামের মোল্লা বাড়ীর নূরুল ইসলামের ছেলে শরিফুল ইসলামের সাথে একই গ্রামের শেখ জয়নাল আবেদীনের ছেলে সোহেল ও তার পরিবারেদের সাথে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিলো এবং বিভিন্ন বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। উপজেলার দক্ষিন মৌজার খতিয়ান নং- ৩৪, দাগ নং- ১০৯৬, শ্রেনী ভিটির সম্পত্তি পৈত্রীক সূত্রে মালিক হয়ে নূরুল ইসলামের ছেলেরা দোকান ঘর নির্মাণ করে বিভিন্ন ফার্নিচার ব্যবসায়ীর কাছে দোকান ঘর ভাড়া দিয়ে আসছিলো কিন্ত গত সোমবার (৫ আগস্ট) রাতে স্থানীয় ১৫-২০ জনের এক দল সন্ত্রাসীঅস্ত্রশস্ত্র নিয়ে চারটি দোকান ঘরে হামলা চালিয়ে লোটপাট করে এবং দোকান ঘর গুলো গুড়িয়ে দেয়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ জমির মালিক শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, বাঙ্গরা গ্রামের মৃত শেখ জয়নাল আবেদীনের ছেলে সোহেল, জুমু, রায়হানের নেতৃত্বে এক দল সন্ত্রাসী আমাদের সম্পত্তির উপর নির্মাণ করা দোকান ঘরে হামলা চালিয়ে ভাংচুড়সহ ব্যবসায়া প্রতিষ্ঠানের মালামাল লোটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় আমার ও ভাড়াটিয়া ব্যবসায়ীদের অনুমানিক ৩০ লক্ষ টাকা ক্ষতি করে। এই ঘটনা মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে অভিযোক্ত সোহেল বলেন, এই সম্পত্তি আর,এস ঘতিয়ানর মূলে আমরা মালিক। এতো দিন শরিফুল ইসলামের পরিবারের লোকজন দখল করে রেখেছিলো, এখন আমরা আমাদের সম্পত্তি দখল করেছি। সংবাদ প্রকাশঃ =০৭-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=