Tuesday, September 17, 2024
spot_img
More

    দেবীদ্বারে আন্দোলনকারীদের সাথে আওয়ামীলীগ সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ: গুািলবিদ্ধ হয়ে নিহত-১ আহত ৫০

    সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি//================
    দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে আওয়ামীলীগ সমর্থক ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় ১ জন নিহত ও অন্তত: ১ জন স্কুল ছাত্র সহ ১১ জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়াও ইটপাটকেল ও বিভিন্ন ধারালো অস্ত্রের আঘাতে অর্ধশতাধিক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা, ভাংচুরসহ বিভিন্ন দপ্তর ভাংচুর, একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে। বেলা আড়াইটায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিউমার্কেট এলাকায় থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে।
    উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে আতঙ্কিত লোকজনের সূর চিৎকারে পুরো এলাকা আতঙ্কীত জনপদে রুপ নেয়।
    নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক রুবেল(৩৩) সে দেবীদ্বার পৌর এলাকার বারেরা তরবআলী ড্রাইভারের বাড়ির মৃত: রফিকুল ইসলামের পুত্র। আব্দুর রাজ্জাক রুবেল কোম্পনীগঞ্জ- চট্রগ্রাম প্রান্তিক বাস সার্ভিসের চালক ছিলেন। দেবীদ্বার মাটিয়া মসজিদের পাশে পিঠে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। নিহতের পিঠে গুলিবিদ্ধসহ মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তার পরিচয় নিশ্চিত করেন নিহতের চাচা কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী মো. আবু তাহের।
    আহতরা হলেন, আলঅউদ্দিন (৪০), জিলানী(২৮), আব্দুল আজিজ(২৭), আবু সায়েম(৩০), আবু বকর(২২), সাইফুল(২৫), মেরেহদী হাসান(২৫), হাবিবুর রহমান(৩০), মিন্টু(৩৬), লিটন(৪১), সুজন(৩০), মুছা(২৩), আব্দুল হান্নান(২৭), নিশাদ(১৫), ফখরুল ইসলাম(৩২), জয়নাল হোসেন(৪০), রিয়াজুল (২৭), নাজমুল হাসান(২১), কাজী ইয়াছিন(১৪)সহ ১৮ জন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমেক হাসপাতালে পাঠানো হয়। গুলিবিদ্ধসহ অন্যান্য আগতরা ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা না নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নেন।
    রুবেলের মৃত্যুর সংবাদে স্বজনদের আহাজারী আর্তনাদে পুরো হাসপাতাল শোকে মুহ্যমান হয়ে উঠে। রুবেল পারিবারিক জীবনে এক পুত্র ও কণ্যা সন্তানের জনক, তার স্ত্রী বর্তমানে ৮ মাসের গর্ভবতী।
    রোববার সরকাল থেকে আ’লীগ সমর্থক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী সমর্থকরা মাঠে নামে। উভয় পক্ষের সমর্থকরা দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।
    এদিকে সকাল থেকেই এসএ সরকারী কলেজ গেইট, উপজেলা পরিষদ গেইট, হোষ্টেল গেইট, কুমিল্লা-সিলেট মহাসড়কের নিউমার্কেট এলাকার স্বাধীনতা চত্তর আওয়ামীলীগ সমর্থকরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে শসস্ত্র অবস্থান নেয়। এসময় পূর্বঘোষণা অনুযায়ী আন্দোলনকারী ছাত্র- ছাত্রীরা বিচ্ছিন্নভাবে জমায়েতের চেষ্টা করলে তাদের সরিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা ছোট আলমপুর চৌরাস্তায় জমায়েত হয়ে নিউমার্কেটের দিকে এগুবার চেষ্টা করলে আওয়ামী সমর্থকরা ধাওয়া করে এসময় রাবার বুলেট, চায়নিজ কুড়াল, ছোরা, রড, লাঠিসহ বিভিন্ন মারনাস্ত্রের আঘাতে অন্তত; ২৫/৩০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
    মারাত্মক আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তরিত করা হয়।
    বেলা সোয়া ১১টার দিকে আইনশৃংখলা বাহিনীর সদস্য ও আওয়ামীলীগ সমর্থকরা ছোট আলমপুর চৌমুহনী এলাকায় আন্দোলনকারীদের ধাওয়া করে ছত্র-ভঙ্গ করে দেয়।
    অপরদিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বানিয়া পাড়া মাটিয়া মসজিদের পাশে অবস্থানরত ২/৩শত শিক্ষার্থী লাঠি-সোটা নিয়ে নিউমার্কেট স্বাধীনতা চত্তরে অবস্থানরত আওয়ামীলীগ সমর্থিতদের ধাওয়া করে নিউমার্কেট এলাকা দখলে নেয়। ছাত্ররা নিউমার্কেট এলাকার কিছু দোকানপাটের সাটার ও আওয়ামীলীগের বিলবোর্ডগুলো পিটিয়ে ভেঙ্গে ফেলে। বেলা দেড়টায় পুন:রায় আওয়ামী সমর্থক ও পুলিশ নিউমার্কেট স্বাধীনতা চত্তর দখলে নেয়।
    অপরদিকে বিক্ষুব্ধ কয়েকশত শিক্ষার্থী সকাল থেকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর থেকে বারেরা পর্যন্ত গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। ফলে আহতদের এ্যাম্বুলেন্সে করে কুমেক হাসপাতালে উন্নত চিকিৎসা দিতে নিয়ে যাওয়ার পথে বিড়ম্বনায় পড়ছেন অভিভাবকরা।
    এ রিপোর্ট লিখা পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত ছোট আলমপুর চৌমুহনীতে কয়েকশত শিক্ষার্থী অবস্থান নেয়। অপরদিকে কুমিল্লা-সিলেট মহা সড়কের ভিড়াল্লা এলাকায় অবস্থান নেয়। আওয়ামীলীগ সমর্থকরা দেবীদ্বার নিউমার্কেট এলাকা দখলে নিয়ে মিছিল দেয়।
    আন্দোলনকারীদের পক্ষে শিক্ষার্থী আবুল হোসেন জানান, আমরা শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন করছিলাম। আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডাররা গুলিবর্ষন ও বিভিন্ন মরনাস্ত্রের আঘাতে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করে। এদের একজন গুলিবিদ্ধ ও অন্তত: ১০/১২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আমরা বিনা উস্কানীতে গািলবর্ষনের হত্যার বিচার চাই।
    দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহিন আলম জানান, পরিস্থিতি এখন শান্ত। একজন নিহত এবং বেশ ক’জন আহত হয়েছে। আমাদের পক্ষ থেকে গ্যাসগান ও শর্টগান ব্যবহার করেছি, তবে কোন মরনাস্ত্র ব্যবহান করি নাই।

    ছবির ক্যাপশন ঃ গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুর রাজ্জাক রুবেলের ছবি, সংবাদ প্রকাশঃ ০৪-৮-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments