সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি ঃ============
মায়ের অপরাধে এক শিশুকেও জেলহাজতে যেতে হয়েছে। গর্ভধারিণী মাকে রেখে কোনো অবস্থাতেই ওই শিশু বাড়ি যেতে রাজি নয়। অবশেষে মায়ের সঙ্গেই তার ঠাঁই হলো হাজতে।
দেবীদ্বার থানা পুলিশ শনিবার (১৩ জুলাই) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর গ্রাম থেকে ৮ বছর বয়সি সৎ ছেলেকে হত্যার অভিযোগে এক নারীকে আটক করে। পুলিশ এক শিশুসহ ওই নারীকে থানা হাজতে রেখে ১৪ জুলাই রবিবার দুপুরে তাকে আদালতে পাঠায়।
দেবীদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া জানান, সৎ ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আটক নারী লিজা আক্তার (২২) এর সঙ্গে তার দুই বছরের একটি আপন ছেলেসন্তানও রয়েছে।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, যেহেতু ওই শিশু দুগ্ধপোষ্য সেহেতু আইন অনুযায়ী তার মায়ের সঙ্গে থাকবে।
উল্লেখ্য- শনিবার সকালে উপজেলার ইউছুফপুর গ্রামে সৎ মায়ের কাছে পানি চায় ৮ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এতে শিশুটির ওপর বিরক্ত হয়ে এক পর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন তার সৎ মা লিজা আক্তার। ওই ঘটনায় হিতের পিতা আমান উল্লাহ সরকার বাদী হয়ে গতকাল (শনিবার ১৩ জুলাই) দেবীদ্বার থানায় স্ত্রী লিজা আক্তারকে একমাত্র আসামী করে সন্তার হত্যার দায়ে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করেন। এরকম এক অভিযোগে তাকে কারাগারে প্রেরন করা হয়। সংবাদ প্রকাশঃ ১৫-৭-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=