সিটিভি নিউজ।। গত ১২ জুলাই অনুষ্ঠিত হয়ে গেলো রোটার্যাক্ট ক্লাব অব কুমিলা মহানগর এর
২০২৪-২৫ রোটারী বর্ষের ইয়ার লঞ্চিং মিটিং এবং কলার হ্যান্ডওভার অনুষ্ঠান।
নগরীর বাগিচাগাঁও অবস্থিত কুমিলা আইডিয়াল কলেজের শিক্ষক
মিলনায়তনে আয়োজিত হয় অনুষ্ঠানটি। মিটিংয়ের শুরুতেই সভাপতি রো.
সাবেকুন নাহার সনি উপস্থিত সবাইকে নতুন রোটারী বর্ষের শুভেচ্ছা জানান।
এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সদ্য বিদায়ী সভাপতি রো.
শাকিল আহমেদ মিয়াজী। সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার পরেই
রোটার্যাক্ট প্রত্যয় পাঠ করেন সহ-সভাপতি আসমাউল হোসনা প্রভি। জাতীয়
সংগীত এবং রোটার্যাক্ট প্রত্যয় পাঠের সময় সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন
করেন। এরপর একে একে সবাইকে পরিচয় করিয়ে দেন সভাপতি। পরিচিতি পর্ব
শেষ হবার পর শুভেচ্ছা বক্তব্যে সবাই নতুন সভাপতি ও সচিব সহ পুরো টীমকে
শুভকামনা জানান। উক্ত ইয়ার লঞ্চিং মিটিংয়ে রোটার্যাক্ট ক্লাব অব কুমিলা
ভিক্টোরিয়ার সচিব রো. নয়ন ধর এবং ময়নামতি ক্লাবের সভাপতি রো. হাসান
তারেক ফুল এবং বৃক্ষ তুলে দেন নতুন সভাপতি-সচিবের হাতে। মিটিংয়ে
সংগীত পরিবেশন করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি রো. নয়ন দেওয়ানজি ও
আসমাউল হোসনা প্রভি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী
আন্তর্জাতিক জেলা সাবেক ৩২৮২ এর ২০২৩-২৪ রোটারী বর্ষের সম্মানিত
ডিআরআর শরীফুল ইসলাম অপু, রোটার্যাক্ট ক্লাব অব কুমিলা মহানগরের
সম্মানিত প্রতিষ্ঠাকালীন সভাপতি রো. নয়ন দেওয়ানজি, অতীত সভাপতি রো.
পিন্টু চন্দ্র সরকার, সদ্য বিদায়ী সভাপতি রো. শাকিল আহমেদ মিয়াজি,
রোটার্যাক্ট ক্লাব অব কুমিলা ভিক্টোরিয়ার অতীত সভাপতি রো. মিন্টু কুমার
দে, সচিব রো. নয়ন ধর, রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতির অতীত সভাপতি
মোফাজ্জল হোসেন রনি, অতীত সভাপতি মাসুমুল বারী কায়সার, সদ্য বিদায়ী
সভাপতি নাজমুল হুদা সোহাগ, চলতি রোটারী বর্ষের সভাপতি রো. হাসান
তারেক, রোটার্যাক্ট ক্লাব অব কুমিলা লালমাই্#৩৯;র অতীত সভাপতি রো. আশরাফুল
ইসলাম জিকু, রোটার্যাক্ট ক্লাব অব মিডটাউন কুমিলার অতীত সভাপতি রো.
মাহমুদ হাসান, রোটার্যাক্ট ক্লাব অব কুমিলা মহানগরের সভাপতি রো.
সাবেকুন নাহার সনি, সহ-সভাপতি আসমাউল হোসনা প্রভি, মো. রাব্বি
খন্দকার হৃদয়, সচিব রো. আনোয়ার হোসেন সবুজ, সমাজ সেবা পরিচালক
রো. রাকিব হাসান কাব্য, পেশা উন্নয়ন সেবা পরিচালক রো. বিপ্লব ভৌমিক,
অর্থ সেবা পরিচালক রো. গৌরাঙ্গ সরকার, অতিথি সদস্য হিসেবে ছিলেন
সাইফুল ইসলাম মুন্না, ফাহমিদা। সদ্য বিদায়ী ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট
রিপ্রেজেন্টেটিভ শরীফুল ইসলাম অপু তার শুভেচ্ছা বক্তব্যে নতুন কমিটিতে
দায়িত্বপ্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। সেই সঙ্গে বেশি করে প্রজেক্ট
করারও আহবান জানান তিনি। সাথে বেশি বেশি বৃক্ষ রোপণেরও পরামর্শ দেন
তিনি। এতে সব ধরণের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
প্রতিষ্ঠাকালীন সভাপতি নয়ন দেওয়ানজী তার শুভেচ্ছা বক্তব্যে নতুন কমিটির
সকলকে শুভকামনা জানিয়ে বলেন ্#৩৯;আমার হাত ধরে মহানগর যাত্রা শুরু করলেও, এটাকে
ধারাবাহিকভাবে ধরে রাখার দায়িত্ব সকলের। রোটার্যাক্ট ক্লাব অব কুমিলা
মহানগরের ২০২৪-২৫ রোটারী বর্ষের প্রথম নারী সভাপতি রো. সনি বলেন- এখন
আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করি, তবেই
ঝিমানো রোটার্যাক্ট অঙ্গনটা আবারও তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে। সভাপতি
সনি তার নতুন রোটারী বর্ষের প্রথম মিটিং এর সময়টাকে স্মরণীয় করে
রাখতে কেক কাটার আয়োজনও রাখেন। সবাইকে পরবর্তী মিটিং এ আসার
আমন্ত্রণ জানিয়ে ইয়ার লঞ্চিং মিটিং এর সমাপ্তি ঘোষণা দেন সভাপতি। সংবাদ প্রকাশঃ ১৫-৭-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=