সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।।সংবাদদাতা জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দশম শ্রেণিতে প্রথম হওয়া শিক্ষার্থীদের ব্যতিক্রমী উপহার দেওয়া হয়েছে। উপহার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন জাতের গাছের চারা।
মঙ্গলবার দুপুরে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপহার দেওয়া হয়। বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এমন উপহার দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।
শিক্ষার্থীদের হাতে এসব ব্যতিক্রমী উপহার তুলে দেন কুমিল্লা-৫ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান।
জানা গেছে, ‘বৃক্ষ আপনার, আশ্রয় সকলের’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের দশম শ্রেণিতে প্রথম হওয়া শিক্ষার্থীদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সুস্থ জীবনযাপনে গাছের গুরুত্ব প্রচার এবং বৃক্ষরোপণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গাছের চারা উপহার হিসেবে দেওয়ার পরিকল্পনা করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।
গাছের চারা উপহার হিসেবে পাওয়া শিক্ষার্থীরা জানান, তারা পড়াশোনার কৃতিত্বের ব্যতিক্রমী উপহার বিভিন্ন জাতের গাছের চারা পাওয়ায় অভিভূত হয়েছেন। তারা মনে করছেন, বর্তমান পৃথিবীর টালমাটাল আবহাওয়া, জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণ জরুরি হয়ে উঠেছে।
তারা বলেন, এ ম্যাসেজ প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানোর মাধ্যমে আমরা অদূর ভবিষ্যতে একটি সুন্দর পৃথিবী পাবো। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, গাছ মানুষের পরম বন্ধু। অন্যসব উপহারের চেয়ে গাছের চারা ও বই গুরুত্বপূর্ণ উপহার বলে আমি মনে করি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ অপরিহার্য হয়ে উঠেছে। বৃক্ষরোপণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এমন উপহার দেওয়া হয়েছে। প্রতিটি শ্রেণির কৃতি শিক্ষার্থীদের এভাবেই উপহার হিসেবে গাছের চারা ও বই দেওয়ার পরিকল্পনা রয়েছে। সংবাদ প্রকাশঃ ১২-৭-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=