সিটিভি নিউজ।। নুরুল ইসলাম।। সংবাদদাতা জানান ===
আন্তর্জাতিক সাহিত্য-শিল্প-সাংস্কৃতিক, সমাজসংস্কার ও স্বেচ্ছাসেবী সংস্থা-গঙ্গা পদ্মা মেলবন্ধন এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই-২০২৪ইং মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা টাউনহলের মুক্তিযুদ্ধ কর্ণারে সংগঠনের কুমিল্লা কমিটির সভাপতি বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রোটারীয়ান বীর মুক্তিযোদ্ধা পাপড়ী বসু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয়। পরে উপস্থিত সকল সদস্যগন একে একে নিজেদের পরিচিতি তুলে ধরেন। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন গঙ্গা-পদ্মা মেলবন্ধন কুমিল্লা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম। পরবর্তীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. আলী হোসেন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শফিকুর রহমান, নৃপেন্দ্র চক্রবর্তী, সহ- সভাপতি ড. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এবিএম আশরাফুল আলম, আইন বিষয়ক সম্পাদক এড, তসলিমা বেগম, আন্তর্জাতিক সম্পাদক এড, আয়েশা জামান প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়া নির্বাহী সদস্যদের মাঝে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার, কুমিল্লা মহানগর যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, সাংবাদিক মোতাহের হোসেন মাহাবুব, সাংবাদিক ওমর তাপস, সাংবাদিক জাকারিয়া মানিক, হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইকরাম হোসেন, সাংবাদিক ইকরাম হোসেন সহ অন্যান্য নির্বাহী সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তাগন বলেন, গঙ্গা পদ্মা মেলবন্ধন সংগঠনের মাধ্যমে বাংলাদেশ ও প্রতিবেশী দেশ ভারতের সাথে সাহিত্য, শিল্প ও সাংস্কৃতিক সম্পর্ককে আরো সুদৃঢ় এবং সৌহার্দ্যপূর্ণ হবে করবে বলে আমরা বিশ্বাস করি। বক্তারা আরো বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের সময় ভারত আমাদের পাশে ছিলো বলেই আমরা পাকবাহিনীকে কম সময়ে পরাজিত করতে সক্ষম হয়েছি। আশা করি সামনের দিনগুলোতে এই সংগঠনের মাধ্যমে আমাদের সুসম্পর্ক আরো গভীর হবে।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন করা হয়। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিসেস পাপড়ী বসু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক দীপ্তি বর্ধন। সংবাদ প্রকাশঃ ১০-৭-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন
কুমিল্লায় গঙ্গা পদ্মা মেলবন্ধনের সাধারণ সভা
আরো সংবাদ পড়ুন