Thursday, January 2, 2025
spot_img
More

    সারা দেশে আলো ছড়াবে ‘আমার গ্রাম-আমার শহর’ প্রকল্প –খাদ্যমন্ত্রী

    সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : নওগাঁ সংবাদদাতা জানান ==== প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচিত প্রতিশ্রুতি ছিল ‘আমার গ্রাম-আমার শহর’ এখন তার বাস্তবায়নে প্রকল্পের আলো সারা দেশে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
    খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা বাংলার মানুষের বহুল-আকাক্সিক্ষত স্বপ্নপূরণ করতে হলে গ্রাম থেকে গ্রামান্তরে নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”
    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্ভাবন ‘আমার গ্রাম, আমার শহর’। তিনি (প্রধানমন্ত্রী) জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন: দেশের সব গ্রামে শহুরে সেবাগুলো পেঁৗঁছে দেয়া হবে। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের মাধ্যমে সে প্রতিশ্রুতি পূরণে কাজ করে যাচ্ছে। স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘খোরদো চম্পা’ গ্রামটি এখন সারাদেশে পরিচিতি লাভ করবে। ইউনিয়ন পর্যায়ে ৯৭ শতাংশ অবকাঠামো নির্মিত হয়ে গেছে, যা একসময় কল্পনাও করা যেত না। বুধবার নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন আমার গ্রাম-আমার শহর এর উপদেষ্টা ড. কাজী আনোয়ারুল হক ও নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক, আমার গ্রাম-আমার শহর এর আবুল মনজুর মো. সাদেক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ,নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) তোফায়েল আহমেদ প্রমূখ। সংবাদ প্রকাশঃ ০৪-৭-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments