সিটিভি নিউজ।। আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ==========
হৃদয় মিয়া(১৬)। কুমিল্লার মুরাদনগর উপজেলা বাইড়া মোঃ আরিফ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। পড়ালেখার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং শুরু করেন।
হৃদয় মিয়া ২০১৮ সালে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কোর্স সম্পন্ন করেন। তারপর ২০১৯ সালে সেই প্রতিষ্ঠানে ‘ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং’ শেখেন এবং যাত্রা শুরু করেন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইভার এবং আপওয়ার্কে। প্রথমে ১০ ডলারের একটি অর্ডারের মাধ্যমে তার আয় শুরু হলেও বর্তমানে প্রতি মাসে গড়ে ২০০ থেকে ৪০০ ইউএস ডলার আয় করছেন তিনি। প্রায় ৫-১০টি দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করছেন। এসব কাজের বিনিময়ে ঘরে বসেই উপার্জন করছেন বৈদেশিক মুদ্রা।
কুমিল্লা, মুরাদনগর, মাজুর গ্রামে বাবা স্বপন মিয়া একজন শ্রমিক। তার মা পারুল বেগম একজন গৃহিণী। হৃদয় মিয়া তাদের একমাত্র সন্তান হৃদয় মিয়া। ১২ মার্চ ২০০৪ সালে জন্মগ্রহণ করেন।
বর্তমান যুগের ডিজিটাল মার্কেটিংকে বিশাল একটি সম্ভাবনার ক্ষেত্র বলে মনে করেন হৃদয় মিয়া । তিনি বলেন, ‘দিন দিন এর গুরুত্ব বাড়ছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে তার দক্ষতা বাড়াতে হবে। কারণ সঠিক জ্ঞান নিয়ে এ সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়।’
একটি আইটি প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন ছিল হৃদয় মিয়ার। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে ঘরে বসেই অনলাইনে কাজ করছেন। তিনি জানান, ‘ইউটিউবে ভিডিও দেখে দেখে ও স্থানীয় একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এসব কাজ শিখেছেন।’
হৃদয় মিয়া আরো বলেন, ‘যারা সঠিক প্রশিক্ষণের অভাবে এসব কাজ শুরু করতে পারছেন না, তারা ইউটিউব ও গুগলের সাহায্য নিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন। তবে অবশ্যই তাকে অধ্যবসায়ী ও পরিশ্রমী হতে হবে।’ সংবাদ প্রকাশঃ ০১-৬-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=