Sunday, September 8, 2024
spot_img
More

    শনিবার কুমিল্লা সিটি করপোরেশনের ১০৯টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

    সিটিভি নিউজ।। মনির হোসেন,কুমিল্লা: সংবাদদাতা জানান =====
    কুমিল্লায় দিনব্যাপী জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উদ্যাপন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন কুমিল্লা সিটি করপোরেশন মেয়র ডা.তাহসীন বাহার ।
    বৃহস্পতিবার (৩০ মে ) কুমিল্লা সিটি করপোরেশন অতীন্দ্র মোহন রায় সম্মেলন কেন্দ্রে এই ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।
    জানা যায়, ১ জুন শনিবার কুমিল্লা সিটি করপোরেশনের ১০৯টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৮২৫ জন শিশুদের নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
    প্রেস ব্রিফিং এ জানা যায়, সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানোর কোন সুযোগ নেই। বেশ কয়েক বছরে প্রমাণিত হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্ট এবং মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্ত সৃষ্টির হীনউদ্দেশ্যেই একটি চক্র ইতিপূর্বে বিভিন্নভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে অপপ্রচারে মেতে উঠেছিল। মানুষ এখন অনেক সচেতন। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোকে কেন্দ্র করে কেউ কোন গুজবে কান দিবেন না। যেকোন প্রয়োজনে আমাদেরকে জানাবেন। দেশের জাতীয় এই ক্যাম্পেইনকে আমরা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবো।
    ১ জনু কুমিল্লা সিটি করপোরেশনের যে সব কেন্দ্রে টিকা খাওয়ানো হবে ======
    মনির হোসেন,কুমিল্লা:
    নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, ভাটপাড়া,বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিষ্ণুপুর ভাসানী কলোনী,০১ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, মুন্সেফ কোয়াটার,মালেকা মমতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটরা,০২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, ছোটরা,মফিজাবাদ কলোনী,সূর্যের হাসি ক্লিনিক, ছোটরা,পি, টি, আই, কেন্দ্র কালীয়াজুরী,কালিয়াজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়,সংরক্ষিত ওয়ার্ড (১,২,৩) কাউন্সিলরের কার্যালয়,পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়,উদয়ন কিন্ডার গার্ডেন, পশ্চিম রেইস কোর্স,জনাব রশীদ মিয়ার বাড়ী, শাসনগাছা,এন . আর. ইন্টারন্যাশনাল স্কুল, কাঠের পুল, রেইস কোর্স, কুমিল্লা ০৪,নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, কাপ্তান বাজার কাপ্তান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়,রিয়াজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুরাতন চৌধুরী পাড়া,০৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,গোমতী ক্লাব, শাহসুজা মসজিদ রোড, গাংচর শহীদ মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়,জামতলা আনছার সরকারী প্রাথমিক বিদ্যালয়,গর্জনখোলা প্রাথমিক বিদ্যালয়,০৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,
    হারুন সরকারী প্রাথমিক বিদ্যালয়,শুভপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়,ইসহাক সরকারী প্রাথমিক বিদ্যালয়, অশোকতলা,০৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,রামকৃষ্ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন ঠাকুরপাড়া,নগর স্বাস্থ্য কেন্দ্র-১, রামমালা রোড, ঠাকুরপাড়া,
    গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,লতিফা নিরুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরপাড়া,০৮ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,ডায়বেটিকস হাসপাতাল, বাগিচাগাঁও,
    বাগিচাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় কুমিল্লা,ফরিদা বিদ্যায়াতন সরকারী প্রাথমিক বিদ্যালয়, নজরুল এভিনিউ,এ.বি.দেব, করুনাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কান্দিরপাড়,কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয়,রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বাদুরতলা,মনোহরপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়,ভিক্টোরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ,আবদুস সালাম আজিজুন্নেছা হেফজখানা ও এতিমখানা লুৎফুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর চর্থা,জাহানারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নানুয়া দিঘীরপাড়
    আনন্দময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বজ্রপুর,নগর মাতৃসদন, নবাববাড়ী চৌমুহনী, দক্ষিণ চর্থা,হাচ্ছামিয়া লুৎফুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণচর্থা,১৩ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,থিরাপুকুর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়,২য় মুরাদপুর (ভূইয়া পুকুর পাড়) সরকারী প্রাথমিক বিদ্যালয়,১৪নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,
    অহিদুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২য় মুরাদপুর,সূর্যের হাসি ক্লিনিক, মুরাদপুর

    ,১৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,বজ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,জাবেদা কমিউনিটি সেন্টার, কাটাবিল,১৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,সুজানগর ছন্দু মিয়ার বাড়ী,নবগ্রাম স্যাটেলাইট স্কুল (সিরাজ মিয়ার বাড়ী), সুজাগঞ্জ,টিক্কারচর গ্রাম উন্নয়ন সংস্থা
    ,নগর স্বাস্থ্য কেন্দ্র-২, সুজানগর পানির ট্যাংকি সংলগ্ন,১৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়
    ,তলিকোণা সরকারী প্রাথমিক বিদ্যালয়,কাটাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়,নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,১৮ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,হাউজিং এষ্টেট সরকারী প্রাথমিক বিদ্যালয়,নগর স্বাস্থ্য কেন্দ-৫ (ঢুলিপাড়া) ,নওারা সরকারী প্রাথমিক বিদ্যালয়
    ,১৯ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,দিশাবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়,কাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,২০ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,করিম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়,শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মধ্যম আশ্রাফপুর, কাজী সুপার মার্কেট, ২১ নং ওয়ার্ড,কাউন্সিলরের কার্যালয়,উত্তর আশ্রাফপুর ডাঃ আঃ রব সাহেবের ফার্মেসী,পিডিবি হাই স্কুল,শাকতলা দক্ষিণপাড়া মাদ্রাসা প্রাঙ্গন,আশ্রাফপুর কুমিল্লা কেন্দ্রীয় টার্মিনাল,২২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,পদুয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
    ,শ্রিমন্তপুর সরকারি প্রাথমিক কেন্দ্র,উত্তর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
    ,দয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,২৩ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,শালবল বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভূমি অফিস কোটবাড়ী,২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,গন্দমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়,২৫ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
    ২৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,নগর স্বাস্থ্য কেন্দ্র-৪,গায়ালমথন প্রাথমিক বিদ্যালয়
    ২৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়,নগর স্বাস্থ্য কেন্দ্র-৬, কমলপুর।সংবাদ প্রকাশঃ ৩০-০৫-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments