Monday, December 23, 2024
spot_img
More

    দেবীদ্বারে উপজেলা চেয়ারম্যান হলেন এমপির ভাই মামুন

    সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ জানান ====
    কুমিল্লার দেবীদ্বারে ৬ষ্ঠ সাধারণ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যন পদে নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ মামুন। তিনি কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এর ছোট ভাই।
    মঙ্গলবার (২৯ মে) রাত সোয়া ১০ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ফারুক হোসেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ নির্বাচনে ১২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
    ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মামুনুর রশিদ আনারস প্রতীক নিয়ে ৩,৮১,৭৪৬ জন ভোটারের মাঝে ৯২ হাজার ৫২১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা জেলা কমিটির সাধারন সম্পাদক আলহাজ¦ মো. রোশন আলী মাষ্টারের স্ত্রী সাহিদা আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৪৮০ ভোট। কণ্যা দোয়াত কলম প্রতীকের খাদিজা বিনতে রোশন পেয়েছেন-৩০৩ ভোট।
    এর আগে প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. রোশন আলী মাস্টারে সহধর্মীনি ঘোড়া প্রতীকের সাহিদা আক্তার ও কণ্যা দোয়াত কলম প্রতীকের খাদিজা বিনতে রোশন, ভাইস চেয়ারম্যান প্রার্থী চশমা প্রতীকের এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রজাপতি প্রতীকের এ্যাড. নাজমা বেগম ভোট কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার অভিযোগ এনে ভোটের দিন বিকেল ৩টার দিকে নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।
    এদিকে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ১ লক্ষ ২৪ হাজার ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের মোঃ আবদুল্লাহ্ আল-কাইয়ুম। তার নিকটতম প্রার্থী চশমা প্রতীকের এটিএম সাইফুল ইসলাম মাসুম পেয়েছেন ১২ হাজার ১১১ ভোট। অপর আরো ২ ভাইস চেয়ারম্যান প্রার্থী মাইক প্রতীকের মোঃ সোলেমান কবির খান পেয়েছেন ৫ হাজার ৭৫৫ ভোট ও টিয়া পাখী প্রতীকের এডভোকেট মো. মামুনুর রশিদ ২ হাজার ৪০৮ ভোট।
    মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহিনুর আক্তার লিপি। তিনি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ হাজার ২৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী দু’বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাড. নাজমা বেগম প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৯৯ ভোট।

    ক্যাপশন ঃ দেবীদ্বার উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (আনারস প্রতীক)’র মো. মামুনুর রশিদ এর ফাইল ছবি।সংবাদ প্রকাশঃ ৩০-০৫-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments