সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।।সংবাদদাতা জানান============
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলা সদর এলাকার দীর্ঘভূমি এলাকায় গুরুত্বপূর্ণ সড়কে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন এ সড়কে যাতায়াত করা বিভিন্ন যানবাহন চালক, স্থানীয় বাসিন্দাসহ সড়কে যাতায়াতকারী যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর হয়ে শিদলাই ইউনিয়ন ও দুলালপুর ইউনিয়নের এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা কমপ্লেক্সে যাওয়ার সড়কের দীর্ঘভূমি এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক দিয়ে নানা প্রয়োজনে যাতায়াতকারী যানবাহন ও যাত্রী পথচারীসহ স্থানীয় বাসিন্দাদের পোহাতে হচ্ছে ভোগান্তি। ফলে এ সড়কের জলাবদ্ধতার স্থান হয়ে উঠেছে দুর্ঘটনা প্রবণ এলাকা। তবে এ জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন একযোগে কাজ করছে।
স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার ভোর থেকে ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি শুরু হয়। দিনব্যাপী টানা বৃষ্টি আর ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন জায়গায় কিছু গাছপালা ভেঙ্গে পড়লেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে টানা বৃষ্টির কারণে উপজেলা সদরের দীর্ঘভূমি এলাকার গুরুত্বপূর্ণ সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সড়কটিতে যানচলাচলে ব্যাঘাত ঘটছে।
সিএনজি চালক মোতালেব মিয়া বলেন, গতকালের বৃষ্টিতে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে এ সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। আগামীকাল উপজেলা পরিষদ নির্বাচন। এ সড়ক দিয়ে স্থানীয় গাড়িসহ অনেক গাড়ি চলাচল করছে। সড়কটি আগে থেকেই ভাঙাচোরা, তাই যেকোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে। সংবাদ প্রকাশঃ ২৯-০৫-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=