সিটিভি নিউজ।। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির জন্য মিরপুরে আবাসন নির্মাণ হইতেছে বিজয় রাকিন সিটি নির্মাণ দাতা রাকিন গ্রুপ। কিন্তু রাকিন গ্রুপ মুক্তিযুদ্ধের ভাষ্কর্য নির্মাণ করতে চায় না ইহার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ ও কাজী আরেফ ফাউন্ডেশনের যৌথভাবে এক মানববন্ধনের আয়োজন করেছে ২৯ মে সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব চত্তর ঢাকায়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল।
বক্তব্য রাখেন,কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ,জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন দীপু মীর, ন্যাপ ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা,গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম আসাদ, বাংলাদেশ জাসদ নেতা হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের আবুল হাসান কামাল, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল ও সদস্য নকিব হক, নারী নেত্রী এলিজা রহমান, জাসদ শাজাহান সিরাজের সভাপতি মোঃ আব্দুল জব্বার, জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সভাপতির ভাষণে এম এ জলিল বলেন, মুুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির জন্য বিজয় রাকিন সিটি আবাসন নির্মাণ করিতেছিল রাকিন গ্রুপ। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে, রাকিন গ্রুপ মুক্তিযুদ্ধের স্মারক ভাষ্কর্যটি নির্মাণ করিতে চায় না, ইহার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এম এ জলিল আরো বলেন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যটি যারা নির্মাণ করতে চায় না তারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তাদের সাথে বিজয় রাকিন সিটি চুক্তি বাতিল করে মুক্তিযুদ্ধের পক্ষে যারা ভাস্কর্যটি নির্মাণ করার নুতন চুক্তি করা হউক আমরা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ভাস্কর্যটি হবে না তা হতে পারে না। আমরা ভাস্কর্যের পক্ষে ৩০ লক্ষ শহীদের পক্ষে স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাসের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে শক্তি। সংবাদ প্রকাশঃ ২৯-০৫-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=