Friday, July 5, 2024
spot_img
More

    বুড়িচংয়ে ট্রেনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আড়াই কোটি টাকার ভারতীয় মালামাল আটক

    সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন বুড়িচং প্রতিনিধি=======
    বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা বুড়িচং উপজেলার রাজাপুর রেল স্টেশন নামক স্থানে ট্রেনে টাস্কফোর্স অভিযান পরিচালনা আড়াই কোটি টাকার ভারতীয় মালামাল আটক করা হয়েছে।
    বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৬৫ হতে আনুঃ ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর রেলস্টেশন নামক স্থানে গত ২৫ মে ২০২৪ ইং তারিখ সময় ১৬১৫ ঘটিকা হতে ১৬৪০ ঘটিকা পর্যন্ত ময়মনসিংহ টু চট্টগ্রাম গামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ( নাসিরাবাদ) ট্রেনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাহিদা আক্তার সাথে ০২ জন, বিজিবি পক্ষ হতে ছিলেন জেসিও ৭৬৭২ নাঃসুবেঃ মোঃ ফারুক কামাল সাথে ০৯ জন ও আনসার সদস্য ০২ জন। উক্ত অভিযানে নিম্নবর্নিত ভারতীয় মালামাল আটক করা হয়। ১) ভারতীয় স্পাইডারম্যান বাজি ২৫,৯০০ পিস ×৬০/-=১৫,৫৪,০০০/-.২) ভারতীয় ইলেট্রিক বাজি ২৯৩০০পিস × ৩০/-= ৮,৭৯,০০০/- ৩) ভারতীয় কালার কালেকশন বাজি ১০০৫ পিস× ৩০০/-= ৩,০১,৫০০/-.৪) ভারতীয় পেরট ইলেকট্রিক বাজি ৩৪৮৭৫ পিস × ৩০/-= ১০,৪৬,২৫০/- ৫)ভা: স্কিন সাইন ক্রিম ৩৪৫০ পিস × ৩০০/-=১০,৩৫,০০০/- ৬)ভা: তোফান বাজি৮১০০পিস×২০/-=১,৬২,০০০/- ৭) ভা: কোবরা বাজি ৯৮৮৪০০ পিস × ২০/-ম= ১,৯৭,৬৮,০০০/-যাহার সর্বমোট সিজার মুল্য= ২,৪৭,৪৫,৭৫০/-. সংবাদ প্রকাশঃ ২৮-০৫-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments