Wednesday, January 22, 2025
spot_img
More

    রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন- বিজয়ী হলেন শাহজাহান, আব্দুল কাদির ফৌজি ও সুমাইয়া সুমি

    সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সংবাদদাতা জানান === : মৌলভীবাজার জেলার রাজনগরে ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহজাহান খান, ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আব্দুল কাদির ফৌজি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী সুমাইয়া সুমি নির্বাচিত হয়েছেন।

    মঙ্গলবার (২১ মে) রাত ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা শুপ্রভাত চাকমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক।

    ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে শাহজাহান খান কাপ পিরিচ প্রতীকে ৪৪ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রওনক আহমদ অপু মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ৩ ভোট, আহমদ বিলাল আনারস প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৮৬৫ ভোট।

    ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি টিউবওয়েল প্রতীকে ২৮ হাজার ৭৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিম দে মধু উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ২৭২ ভোট।

    এ ছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আব্দুল হাকিম চশমা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৫৪৪ ভোট, জবলু সরকার তালা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৩৬৭ ভোট, সঞ্জয় দেব নাথ বই প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২১ ভোট।

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমাইয়া সুমি ফুটবল প্রতীকে ৪২ হাজার ৭১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী কলস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭১১ ভোট।

    অন্যান্য প্রতিদ্বন্দ্বী লুৎফুল নাহার সিলিংফ্যান প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৬৫৮ ভোট, ডলি বেগম পদ্ম ফুল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৭০১ ভোট।

    মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উপজেলার ৬৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও চা বাগান অধ্যুষিত কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সংবাদ প্রকাশঃ ২২-০৫-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments