তিতাসে ভেকু দিয়ে মাটা কাটা নিয়ে দ্বন্দ্বের জের চাঁদাবাজির অভিযোগ করায় গুলিবিদ্ধ দুই সহোদর

সিটিভি নিউজ।।    আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ  ===  কুমিল্লার তিতাসে ভেক্যু দিয়ে মাটা কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গুলাগুলির ঘটনা ঘটে। এতে দুই ভাই গুলিবিদ্ধ হয়ে আহত হয়।উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে সোমবার (১৩ মে) সন্ধ্যার ৬টার দিকে।

সূত্রে জানা গেছে, পোড়াকান্দি গ্রামের সাবেক মেম্বার ছাদেক মিয়ার ছেলে যুবলীগ নেতা আলা উদ্দিন ও ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামানের সাথে ভেক্যু দিয়ে জমি কেটে মাটি কাটা নিয়ে হাতাহাতি ও বাকবিতন্ডা হয় গত সপ্তাহে। ওই ঘটনা স্থানীয়ভাবে মিমাংসা হলেও আলাউদ্দিনসহ বেশ কয়েকজনেে বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে নুরুজ্জামান।

এ নিয়ে আজ বিকালে আলী নগর গ্রামের সাবেক মেম্বারের বাড়ীর সামনে যুবলীগ নেতা আলা উদ্দিন ও মোঃ নূরুজ্জামানের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে গুলাগুলিতে রূপ নেয়। এতে আল-আমিন ও মোঃ শাহিন গুলিবিদ্ধ হয়। আহতরা বর্তমানে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদ প্রকাশঃ ১৪০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন