Wednesday, January 22, 2025
spot_img
More

    জীবনকে সুন্দর করতে কিছু টিপস

    সিটিভি নিউজ।। ======সুন্দর জীবন উপভোগের জন্য প্রান্তকর প্রচেষ্টা মানবজীবনে লক্ষনীয়। কোথায় যেন আটকে যায় সেই চেষ্টা-প্রচেষ্টা। জেনে নিন আনন্দময় সুন্দর জীবনের কিছু উপায়।
    >> জীবনকে সুন্দর করতে সবার আগে আপনার লক্ষ্য স্থির করুন।>> সেই লক্ষ্যে পৌঁছাতে একটি পরিকল্পনা করুন।
    >> অতীত নিয়ে না পড়ে থেকে বা ভবিষ্যত নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমানকে উপভোগ করুন।
    >> নিয়মিত ব্যয়াম করুন। এতে মন ও শরীর সবই সতেজ থাকবে।
    >> সুষম ও পরিমিত খাবার খাবার গ্রহণ করুন।
    >> ৬ থেকে ৮ ঘণ্টা ঘুমোতে চেষ্টা করুন।
    >> ধূমপানসহ সব ধরনের মাদক পরিহার করুন।
    >> নিজের পরিবারকে সময় দিন; তাদের সঙ্গে ঘুরতে বের হন।
    >> বাসাকে কাজের ক্ষেত্র বানাবেন না আর কাজকে বাড়িতে আনবেন না।
    >> সহকর্মী ও কাছের মানুষদের সঙ্গে ভালো সম্পর্ক রাখন।
    >> নিজেকে সব সময় একটি গণ্ডির মধ্যে বন্দি না রেখে অন্যের সাখে মেলমেশার চেষ্টা করুন।
    >> যা আয় করেন তার পুরোটাই খরচ না করে একটু সঞ্চয় করুন। পরিকল্পিতভাবে অর্থ খরচ করুন।
    >> এমন কোথাও অর্থ ব্যয় করুন যা জনস্বার্থে কাজে লাগে। এতে মানসিক পরিতৃপ্তি পাবেন।
    >> নিজেকে ভালোবাসুন। সব সময় অন্যের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তোলার কথা না ভেবে নিজেকে বুঝুন।
    >> জীবন থেকে অপ্রয়োজনীয় যা কিছু রয়েছে তা বাদ দিন। জীবন গুছিয়ে নিন।
    >> দিনে কিছুটা সময় বই পড়ে সময় কাটানোর চেষ্টা করুন।
    >> নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করতে যাবেন না। আপনার নিজের সুখ-শান্তি আপনার হাতেই।
    >> বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য কিছু সময় বের করুন। সপ্তাহের নির্ধারিত একটা সময় তাদের সঙ্গে কাটান।
    >> কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটান। গাছ লাগান; পরিচর্যা করুন।
    >> নিজের আবেগ, ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন। সবসময় ইতিবাচক বিষয় চিন্তার চর্চা করুন।

    সংবাদ প্রকাশঃ ১৪০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments