মনোহরগঞ্জে “সত্যের পক্ষে আমরা” এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ হুমায়ুন কবির মানিক সংবাদদাতা জানান ==== স্বেচ্ছাসেবী সংগঠন “সত্যের পক্ষে আমরা” এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ভোগই গ্রামে উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার বিপুলাসার ফাযিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান ফারুকী।

“সত্যের পক্ষে আমরা” এর সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের ক্যাশিয়ার মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় হাফেজ বেলায়েত হোসেন, মাস্টার সফিকুর রহমান, শাখায়েত হোসেন, ফারুক আহমদ কাউসার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুল হান্নান ও সংগীত পরিবেশন করেন মোঃ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সত্যের পক্ষে আমরা” সংগঠনটি আত্ম-মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন সময়ে সামাজিক, মানবিক, আর্থিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান, প্রাকৃতিক দূযোর্গ, মহামারীসহ বিভিন্ন সময়ে আর্থিক সহযোগি ও ত্রাণ-সামগ্রী নিয়ে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ায় সংগঠনটি।

“সত্যের পক্ষে আমরা” সংগঠনের মাধ্যমে গরীব-অসহায়  মানুষের সেবার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে এগিয়ে যেতে এবং উত্তরোত্তর সফলতার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদ প্রকাশঃ ১১০৫২০২৪ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন