প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৪, ৩:৫৮ পি.এম
কক্সবাজার টেকনাফে র্যাব-১৫ অভিযানে ধর্ষণ ও মাদক মামলার দুইজন পলাতক আসামী গ্রেফতার
সিটিভি নিউজ।। ফরহাদ রহমান কক্সবাজার সংবাদদাতা জানান ======
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত,
চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় নারী ও শিশু মামলা নং ৫৯/২৪, প্রসেস নং ৪২২৯/২২, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭/৯(১)/৩০ এবং বাকুলিয়া থানার মামলা নং ১১৩/১৩, জিআর-১১৩/১৩, প্রসেস নং ৩১১/২১ মোতাবেক পৃথক দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত দুইজন পলাতক আসামী’কে
গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গত ০৮ মে ২০২৪ তারিখ অনুমান ০২.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজারের টেকনাফ থানাধীন খোনকারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার
ওয়ারেন্টভুক্ত আসামী শাহজাহান মিয়া (২৭), পিতা-মৃত বদিউর আলম, সাং-কুনকারপাড়া, ৫নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও একই তারিখ অনুমান ০৪.৩০ ঘটিকার সময় সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন দেগিলার বিল এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে বাকুলিয়া থানায় দায়েরকৃত মাদক
মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ইসমাইল (৪৫), পিতা-জহির আহমদ, সাং-দেগিলার বিল, ৫নং ওয়ার্ড, সাবরাং ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে ওয়ারেন্টভুক্ত আসামী বলে স্বীকার করে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল মর্মে জানায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সংবাদ প্রকাশঃ ১০-০৫-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে লিংকে ছবিতে ক্লিক করুন=
Copyright © 2025 ctvnews24. All rights reserved.