৯ কেজির কাতল ধরে পেলেন ৬ লাখ টাকা পুরস্কার

সিটিভি নিউজ্।।    মামুন সরকার।।সংবাদদাতা জানান ====
প্রায় নয় কেজি ওজনের একটি কাতল মাছ ধরে ছয় লাখ টাকা পুরস্কার জিতেছেন চট্টগ্রামের মাহমুদ সওদাগর।
প্রতিবছরই টাঙ্গাইল সৌখিন মৎস্য শিকারী সমিতি আয়োজন করে ‘মৎস্য শিকার প্রতিযোগিতা’র।
এবারও এর ব্যতিক্রম হয়নি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয় মৎস্য শিকার প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নেন মৎস্য শিকারীরা।
চট্টগ্রাম থেকে আসা মাহমুদ সওদাগর নামে এক মৎস্য শিকারী অংশ নেন এ প্রতিযোগিতায়। তিনি বিকেলে আট কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতল মাস শিকার করেন। এতেই তার কপাল খুলে যায়। সব প্রতিযোগীর শিকার করা মাছ ওজন দিয়ে দেখা যায়, তার ধরা মাছটিই সবচেয়ে বড়। এতেই তিনি প্রথম পুরস্কার জিতে পেয়ে যান নগদ ছয় লাখ টাকা।
সন্ধ্যায় সৌখিন মৎস্য শিকারী সিমিতির কার্যালয়ে সমিতির সভাপতি টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি প্রথম পুরস্কার ছয় লাখ টাকা মাহমুদ সওদাগরের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌরসভার সাবেক কাউন্সিলর সাইফুজ্জামান সোহেলসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরো নয়জনকে নগদ অর্থ যথাক্রমে তিন লাখ, দেড় লাখ, এক লাখ, ৮০ হাজার, ৭০ হাজার, ৬৫ হাজার, ৬০ হাজার, ৫৫ হাজার ও ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
প্রথম বিজয়ী মাহমুদ সওদাগর জানান, তিনি আট/নয় বছর ধরে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। কিন্তু এবারই প্রথম পুরস্কার পেয়ে তিনি খুবই আনন্দিত।সংবাদ প্রকাশঃ  ০৪২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like See More =আরো বিস্তারিত জানতে ছবিতে অথবা লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ