৭০০ আইপি টিভির আবেদন জমা, যাচাই শেষে অনুমোদন’

সিটিভি নিউজ।।    মামুন সরকার।। সংবাদদাতা জানান –===
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, এ পর্যন্ত ৭০০ আইপি টিভির আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে।
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আগে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। এছাড়া এরইমধ্যে যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, অনলাইন পোর্টালেরও অনুমোদন কার্যক্রম চলমান আছে। বেশ কিছু অনুমোদন দেয়া হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ  ২০২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ