৫০ পাউন্ড কেক কাটা, আলোচনা সভা  নানা আয়োজনে বুড়িচং  মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব  উদ্বোধন 

সিটিভি নিউজ।।   সৌরভ মাহমুদ হারুন ==========
গতকাল শুক্রবার  ২৮ অক্টোবর সন্ধ্যায় ৫০ পাউন্ডের কেক কাটার মাধ্যমে বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসবের  উদ্বোধন করা হয় ।
আয়োজনের  মধ্যে ছিল আতশবাজি ফানুস উড়ানো, প্রতিষ্ঠাতার কবর জেয়ারত, দোয়া মিলাদ, পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা।
আগামী ১৪ জানুয়ারি মহামিলন ও জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হবে। উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক জয়নাল হোসেন শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সদস্য সচিব ফখরুল আলম। প্রকৌশলী মনিরুজ্জামান বাকীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,  প্রতিষ্ঠানের সভাপতি সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম মাস্টার, বীরমুক্তিযোদ্দা আবুল হাসেম মাস্টার, মোহাম্মদ আলী, হারুন অর রশীদ, ব্যাংকার আব্দুর রহিম,  অধ্যক্ষ পিজিউল আলম,  বিদ্যালয়ের সাবেক সভাপতি মিজানুর রহমান লিটন, মোস্তফা কামাল, এ কে এম সাজ্জাদ হোসেন, প্রাক্তন ছাত্র মিনরুজ্জামান,  সৈয়দুল ইসলাম,  আঃ রহিম, আলী আশ্রাফ, শাহআলম, কামাল হোসেন, আহমদ উল্লাহ, শামসুল আলম, এমদাদুল আলম, নাসিমা আক্তার, ইসমাইল, শিক্ষক সাজ্জাদ হোসেন,সাজসজ্জা কমিটির আহ্বায়ক জামাল হোসেন, দুলাল হোসেন মাষ্টার , সালেহ আহমেদসহ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোস্তফা কামাল।
ক্যাপশনঃ- গতকাল শুক্রবার  ২৮ অক্টোবর সন্ধ্যায় ৫০ পাউন্ডের কেক কাটার মাধ্যমে বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উৎসবের  উদ্বোধন করা হয়।সংবাদ প্রকাশঃ  ২৯-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ