১৭ ও ১৮ মার্চ কুমিল্লা স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লীগের দুটি খেলা

সিটিভি নিউজ।।    নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা=========কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর খেলা শুরু হচ্ছে। এবারের আসরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম হোম ভ্যানু হিসেবে নিয়েছে চট্টগ্রাম আবাহনী লিঃ ও ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব।
১৭ ও ১৮ মার্চ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর দুটি খেলা হবে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় শুরু হবে খেলা।
১৭ মার্চ চট্টগ্রাম আবাহনী লিঃ এর সাথে খেলবে উত্তর বাড়িধারা ক্লাব ও ১৮ মার্চ ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব এর সাথে খেলবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
কুমিল্লা স্টেডিয়ামের প্রস্তুতি দেখতে কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরফানুল হক রিফাত ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন বুধবার মাঠ রপরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক বাদল খন্দকার, সদস্য দেলোয়ার হোসেন জাকির, সারোয়ার জাহান ও আল আমিন ভূইয়া।
কুমিল্লা স্টেডিয়াম পরিদর্শন করে কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত বলেন দ্রুততার সাথে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন কে সাথে নিয়ে কুমিল্লা স্টেডিয়াম মাঠকে প্রস্তুত করেছি, তিনি জানান আমরা সবগুলো খেলাই সুন্দর ভাবে শেষ করতে পারবো। একই কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, তিনি বলেন ঢাকার বাইরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মাঠ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর জন্য সবচেয়ে বেশি আকর্ষনীয়। আমরা খেলোয়ড়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তিনি বলেন গত আসরের মতোই দর্শক সমাগম হবে কুমিল্লা মাঠে।

সংবাদ প্রকাশঃ  ১৬-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ