১২১ টি চোরাই মোবাইলসহ যুবক আটক

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।              চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত বিভিন্ন কোম্পানীর ১২১টি স্মার্ট ফোন ও ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গতকাল ২৬ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে ওসি মোহাম্মদ আতিকুর রহমান,এসআই নুরুন্নবী সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উপজেলার বটতলী মোটর স্টেশন এলাকায় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে এই স্মার্ট ফোন গুলো নিয়ে ১ টি প্রাইভেট কার জব্দ সহ মুহাম্মদ ইদ্রিস(৩৪) কে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ ইদ্রিস(৩৪) লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের আদর্শ পাড়ার মোহাম্মদ নুরুল হকের ছেলে।
এবিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে লোহাগাড়া স্টেশনে থানা পুলিশের একটি টিম চেক পোস্ট বসিয়ে তল্লাশি করলে কুমিল্লা থেকে প্রাইভেট কার করে ২জন ব্যক্তি ট্রাভেলিং ব্যাগে করে চোরাইকৃত মোবাইল ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল সেখান থেকে ১ জনকে আটক করলেও অপরজন  চুনতির কামরুল হাসান কৌশলে পালিয়ে যায়।এসময় আটককৃতর কাছ থেকে বিভিন্ন কোম্পানীর ১২১ টি স্মাট ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় পলাতক আসামী কামরুল কে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আটককৃতের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ ২৭ জুলাই সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।সংবাদ প্রকাশঃ  ২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email