হোমনায় রাস্তার ড্রেন নির্মাণে ধীরগতি বাড়ছে জনদূর্ভোগ পৌরবাসী

সিটিভি নিউজ।।     হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌরসভার ড্রেন নির্মাণ কাজ ও পানি সরবরাহের পাইপ লাইন নির্মাণজনিত কারণে চরম দুর্ভোগে পড়েছে পৌরবাসী।
হোমনা বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তা হয়ে উত্তরপাড়া তিতাস নদী পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের ধীরগতি অন্যদিকে যোগ হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে পুরো সড়ক সহ এলাকা জুরে খানাখন্দক সৃষ্টি হয়ে একাকার হয়ে পড়েছে। অনেকের বাড়ি ভেঙ্গে ড্রেনে পড়তে শুরু করেছে। অপর দিকে সওজ ‘র রাস্তা ভেঙ্গ যানচলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, হোমনা পৌর সভার হোমনা চৌরাস্তা থেকে উত্তরপাড়ার তিতাস নদী পর্যন্ত ড্রেনের নির্মাণ কাজের জন্য এসকেভেটর(ভেকু) দিয়ে মাটি উত্তোলন করে নির্মান কাজ শুরু করে।
এতে রাস্তার পাশের অনেক গাছ বাড়ির ওয়াল ও দোকান পাট পর্যন্ত ভাঙ্গা পড়েছে। কিন্ত নির্মানকাজ ধীরগতিতে চলায় সওজ’র সড়ক ও জনসাধারণের বাড়ি ভেঙ্গে ড্রেনে পড়তে শুরু করেছে। এতে এলাকার লোকজনের চরম ভোগান্তির সৃষ্টি হয়।
স্থানীয় অধিবাসী জানান, আমাদের ভোগান্তি স্বচক্ষে না দেখলে কেউ বুঝবে না। বৃষ্টি ও ঠিকাদারের কাজের ধীরগতির কারণে আমরা খুবই দুর্ভোগ পোহাচ্ছি। এছাড়া বৃষ্টিতে বেশির ভাগ রাস্তা ভেঙ্গে পড়ায় যানচলাচলের ব্যঘাত সৃষ্টি হচ্ছে। জানাগেছে, ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ৯৮০ মিটার ড্রেন নির্মান কাজ পান মেসার্স রাজ্জাক এসোসিয়েট। স্থানীয় সংসদ সদস সেলিমা আহমাদ উক্ত কাজের উদ্বোধন করেন। এ বিষয়ে ঠিকাদার আঃ রাজ্জাক মুঠোফোনে জানান, কাজ আমার নামে হলেও উক্ত কাজ বাস্তবায়ন করছেন রিপন মুন্সি, নাজমুল ইসলাম ও নাছির উদ্দিন সিন্ডেকেট।
এ বিষয়ে নাজমুল ইসলাম জানান, পাথর আমদানির জন্য সামন্য বিলম্ব হয়েছে। এখন নিয়মতান্ত্রিভাবেই কাজ চলছে। লকডাউন বৃষ্টি ও পাথর আমদানী করতে নির্মাণ কাজ সামন্য ব্যহত হয়েছে। পৌর উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন জানান, পাথর আমদানী লকডাউন ও বৃষ্টির কারণে ড্রেন নির্মাণ কাজে কিছুটা সমস্যা হচ্ছে। এই সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে। আশা করছি কাজ দ্রুত শেষ হয়ে যাবে। পৌর মেয়র এ্যাড মো. নজরুল ইসলাম জানান, লকডাউন পাথর ও বৃষ্টির অজুহাতে নির্মান কাজের ধীরগতি হয়েছে। দ্রুতকাজ শেষ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান পৌর মেয়র।সংবাদ প্রকাশঃ  ০২২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ