হোমনায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ 

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।     মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধকমূলক কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনাতয়নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০ জন নিবন্ধিত জেলোদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শাহেনুর মিয়া, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুফলভোগী জেলে পরিবারেরর সদস্যবৃন্দ এ সময়  উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। দেশের এমহা বিপর্যয়ের সময়ও অসহায় মানুষদের মাঝে হাহাকার ছিলনা। সাধারণ মানুষ যেন কর্ম করে জীবিকা নির্বাহ করতে পারে সেজন্য সবধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।সংবাদ প্রকাশঃ  ০৮-১১-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email