হলে নয়, ‘জ্বীন’ মুক্তির পরিকল্পনা অনলাইনে

সিটিভি নিউজ।।   ১৬০০ সিনেমা হল থেকে কমতে কমতে বর্তমানে ৫০টিতে দাঁড়িয়েছে। এই সিনেমা হলগুলোও চলছে ধুঁকে ধুঁকে। করোনার প্রকোপে বন্ধ সিনেমা হল। করোনার পর কয়টি সিনেমা হল আবার খুলবে সেটি নিয়ে রয়েছে সন্দেহ। তবে অনলাইনের বাজার বড় হয়েছে। দর্শক সেখানেই দেখছেন চলচ্চিত্র। আবার অনলাইনে মুক্তি দিয়ে কাক্ষিত অর্থ তুলে আনা সম্ভব বলেও মনে করেন অনেকে। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নুর সজলের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন হালের আলোচিত অভিনেত্রী পূজা চেরি। ‘জ্বীন’ শিরোনামের এই ছবিতে আরো দেখা যাবে জিয়াউল রোশান-জান্নাতুন নূর মুন জুটিকে। ছবিটি মুক্তির জন্য প্রস্তুত ছিল। তবে করোনার প্রকোপে মুক্তি পিছিয়ে যায়। এবার অনলাইনে মুক্তি দেওয়ার পরিক্ল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন এই বিষয়ে  বলেন, ‘দীর্ঘদিন সিনেমা হলের অবস্থা ভালো নয়। দর্শক এখন আর সিনেমা হলে তেমন একটা ছবি দেখতে যাচ্ছে না। করোনার কারণে এখন তো সিনেমা হল একেবারেই বন্ধ। কবে খুলবে, তখন দর্শক কেমন হবে, বিষয়গুলো নিয়ে আমরা চিন্তিত। তাই জ্বীন চলচ্চিত্রটি আমরা অনলাইনে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’

খোকন আরো বলেন, ‘অনেকের সঙ্গে এ নিয়ে আলোচনা হচ্ছে, তবে কবে-কোথায় ছবিটি মুক্তি পাবে, বিষয়টি চূড়ান্ত নয়। আমরা এমনভাবে ছবিটি মুক্তি দিতে চাই, যেন ব্যবসায়িকভাবে সফল হয় এবং পরে যেন আমরা শুধু অনলাইনের জন্য ছবি নির্মাণ করতে পারি।’

মডেলিং ও শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে যাত্রা শুরু করেন পূজা। শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দুই বছর আগে অভিমন্যু মুখার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। একই বছর ‘পোড়ামন-২’ ও ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করেন প্রশংসিত হন।

পূজা চেরি অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। এম এ রহিম পরিচালিত ‘শান’ ও নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’। করোনার সংক্রমণের আগে ব্যস্ত ছিলেন বেশ কয়েকটি নতুন চলচ্চিত্র নিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’।

‘রান আউট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সজলের। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা বহুবার নতুন ছবির প্রস্তাব পান বলে আগেই জানিয়েছিলেন। তবে বিভিন্ন কারণে যুক্ত হওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি। সংবাদ প্রকাশঃ  ১০-৬-২০২০ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।  CTVNEWS24  See More সিটিভি নিউজ।। =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ