স্বৈরাচার জেনারেল এরশাদ প্রহসনের বিচারে ১৫ জন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল–বীরমুক্তিযোদ্ধা কমান্ডার বাবুল

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
সিটিভি নিউজ।।      ১৯৮১ সালে   স্বৈরাচারী জেনারেল এরশাদ কর্তৃক প্রহসনের বিচারে ১৫ জন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাকে শুধুমাত্র মুক্তিযোদ্ধা হওয়ার কারণে হত্যা করা হয়। কাউকে ফাসি দিয়ে কাউকে গুলি করে হত্যা করে এই লেঃ জেনারেল এরশাদ। গত ২৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউনহলের মুক্তিযোদ্ধা কর্ণারে  বাংলাদেশ  মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কুমিল্লা জেলা ইউনিটের  আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।    কমান্ডার সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে  স্মরণ সভায়  হত্যাকৃত ১৫ জন মুক্তিযোদ্ধার স্মরণে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা বাহার উদ্দিন রেজা বীরপ্রতিক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাহজাহার সাজু, বীরমুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস, বীরমুক্তিযোদ্ধা জাহিদ হাসান।।
স্বৈরাচারী জেনারেল এরশাদ কর্তৃক যাদের হত্যা করা হয় তাদের নামঃ
* মেজর জেনা. আবুল মঞ্জুর বীর উত্তম।
* বিগ্রেডিয়ার মহসীন উদ্দিন বীর বিক্রম।
* কর্নেল নওয়াজেশ উদ্দিন।
* কর্নেল মোহাম্মদ আব্দুর রশিদ বীরপ্রতীক।
* লে. কর্নেল মাহবুবুর রহমান বীর উত্তম।
* লে. কর্নেল এটিএম মাহফুজুর রহমান বীর বিক্রম।
* লে. কর্নেল দেলোয়ার হোসেন বীরবিক্রম।
* মেজর এ.জেড গিয়াসউদ্দিন আহমদ।
* মেজর রওশন ইয়াজদানী ভূঁইয়া বীরপ্রতীক।
* মেজর কাজী মমিনুল হক।
* মেজর মোহাম্মদ মুজিবুর রহমান।
* ক্যাপ্টেন আব্দুস সাত্তার ।
* ক্যাপ্টেন জামিল হক।
* লেফটেন্যান্ট রফিকুল হাসান খান।
* লে. কর্নেল শাহ মোহাম্মদ ফজলে হোসেন।

কমান্ডার বাবুল তার বক্তব্যে বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকান্ডের সাথে মিথ্যা অভিযোগে জড়িত করে এই বীরমুক্তিযোদ্ধাদেরকে ফাঁসিতে হত্যা করা হয়েছিল। যা ছিল সামরিক ট্রাইবুনালে   বিচারের নামে প্রহসন।  নিহত বীরমুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে উপস্থিত মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠান উপস্থাপনা করেন মুক্তিযোদ্ধা  সন্তান কমান্ড কুমিল্লা জেলা আহবায়ক মাসুম হামিদ।  (ছবি ক্যাপশানঃ বক্তব্য রাখছেন কমান্ডার সফিউল আহমেদ বাবুল)      সংবাদ প্রকাশঃ  ২-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email