স্ত্রীর দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

সিটিভি নিউজ।।       চান্দিনার মাইজখার ইউনিয়নের বামনীখোলায় আবুল খায়ের ওরফে হারুনুর রশীদের স্ত্রীর দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে বামনীখোলা আমতলী নিউমার্কেটের রাস্তায় মানবন্ধনে অংশগ্রহন করেন সুশীল জনগন। ঘন্টাব্যাপী মানববন্ধনের পর নিউমার্কেটের সামনে প্রতিবাদ সভায় সাংবাদিক সম্মেলনে হারুনুর রশীদের আয়োজনে বক্তব্য রাখেন উক্ত ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মিথ্যে মামলার আরেক আসামী লিটন মিয়া। বক্তব্যে লিটন মিয়া বলেন একটি ষড়যন্ত্রকারী মহল আমার নির্বাচনে বেঘাত ঘটানোর জন্য আমাকে ও হারুনুর রশীদ,আলিম মিয়াকে জড়িয়ে মিথ্যে, বানোয়োট ও ভিত্তিহীন মামলায় ফাঁসানো হয়েছে। উক্ত সাজানো মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের জোর দাবী জানান। এ সময় ভোক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা হারুনুর রশীদ বলেন গত ১৪ ডিসেম্বর আমার স্ত্রীকে কোর্টের মাধ্যমে তালাক দেয়। তালাকের পর সে ঢাকা চলে গেলে ১৮ ডিসেম্বর তার অনুপস্থিতিতে ঘরের তালা ভেঙ্গে মালামাল নিয়ে যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন স্ত্রীর কাছে ইনকামের টাকা চাইলে স্ত্রী তার ভাইদের নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে বেদম মারধর করে এবং প্রানে মেরে ফেলার হুমকী দেয়।ঘটনা শুনে স্থানীয় ওয়ার্ডের জালাল মেম্বারের সহায়তায় উদ্ধার হন তিনি। এমন পরিবেশে তার জান মালের নিরাপত্তার রক্ষার সহযোগীতা কামনা করেন। সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন আবদুল আলিম, রশিদ মেম্বার, মিজানুর রহমান,জামাল,শহিদ,শাহআলম,শামছুল হক,আলী আশরাফ,রুবেল হোসেন, হারুন মিয়া সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সংবাদ প্রকাশঃ  ১২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ