সৌদি আরবের সাথে মিল রেখে বুড়িচংয়ে ৯ জুলাই ঈদুল আজহা উদযাপন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।    সৌরভ মাহমুদ হারুন,বুড়িচং  ( কুমিল্লা)  প্রতিনিধি==========
বাংলাদেশে একদিন আগে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে। ৯ জুলাই  শনিবার সকালে সৌদি আরবের সাথে মিল রেখে জগতপুর সহ ৪-৫ গ্রামের ৫০ জনের মত লোক ঈদুল আজহা নামাজ পড়ে ৪ টি খাসি কোরবানি দেয়। আর আগামী কাল রোববার পুনরায় তারা ৯ টি গরু  কোরবানি দেয়া হবে।
বুড়িচং উপজেলার সিনিয়র ছাত্র লীগ নেতা এবং জগতপুর ভূইয়া বাড়ীর ইমতিয়াজ আহমেদ ইমন জানান বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন এর জগতপুর গ্রামের রেছত আলী ভূইয়া মাষ্টার  বাড়ীর লোকজন সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। রেছত আলী ভূইয়া মাষ্টার জগতপুর গ্রামের গ্রাম সর্দার। ওনার তত্ত্বাবধানে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ঈদের নামাজে উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই, বুড়িচং সদর ইউনিয়ন এর আরাগ আনন্দ পুর, বুড়িচং সদর ও জগতপুর গ্রাম এবং কুমিল্লা আদর্শ সদরের আড়াইওরা গ্রাম থেকে ৪৫-৫০ জন মুসুল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।এছাড়া ৫-৭ জন মহিলা ও ঈদের নামাজে অংশ গ্রহণ করেন।  শনিবার ৯ জুলাই সকাল ৮ঃটায় বুড়িচং উপজেলার জগতপুর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ ঈদের নামাজ পড়ান। ঈদের নামাজ আদায় শেষে জগতপুর গ্রামে রেছত আলী মাষ্টার ভূইয়া বাড়ীতে ৪ খাসি কোরবানি দেয়া হয় এবং চিরাচরিত ভাবে মিষ্টি সহ ঈদের বিভিন্ন খাবার সকলে গ্রহণ করেন। ইমতিয়াজ আহমেদ ইমন আরও জানান শনিবার তারা শুধু খাসি কোরবানি দেয়া হয়েছে রোববার জগতপুর ওই ভূইয়া বংশের লোকজন ৯ টি গরু কোরবানি দেয়া হবে।

সংবাদ প্রকাশঃ  ১০-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email