সোনারগাঁ উপজেলা বিএনপি’র ১০১বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের দীর্ঘ দুই মাস পর রবিবার (১১ ডিসেম্বর) সকালে এই তালিকা প্রকাশ করা হয়। সোনারগাঁও উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতাকর্মীরা এই কমিটিতে স্থান পেয়েছেন।
এর আগে গত ৮ অক্টোবর জেলা বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহামুদ ১০১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটির অনুমোদন দিয়েছিলেন। কমিটিতে ৯জনকে উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানকে সভাপতি ও মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছিল।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম হক রুমী ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান ভুঁইয়া মাসুমকে।
এবিষয়ে আজহারুল ইসলাম মান্নান জানান, গত ৮ অক্টোবর কমিটির অনুমোদন দিলেও ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে এবং নেতাকর্মীদের হামলা ও মামলা থেকে রক্ষা করতে কৌশল হিসেবে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়নি।   সংবাদ প্রকাশঃ  ১১-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ