সুখবরে অতিষ্ঠ ব্রাহ্মণপাড়ার মানুষ!

সিটিভি নিউজ।।    মোঃ অপু খান চৌধুরী।।সংবাদদাতা জানান ===
কুমিলার ব্রাহ্মণপাড়ায় সুখবরে অতিষ্ঠ পুরো উপজেলার মানুষ। সকালে ঘুম ভাঙ্গে কোন সুখবরের মাইকের আওয়াজে। এভাবে সুখবর মাইকের আওয়াজ চলতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত। সুখবর সুখবর সুখবর বলে আদা, রসুন, পেয়াজ, আলু, সবজি বিক্রি, কোচিংয়ে ভর্তি, বিদ্যালয়ে ভর্তি, বেসরকারি ক্লিনিক-ডায়গনিস্টিক সেন্টার, বিশেষজ্ঞ ডাক্তার, কোন প্রতিষ্ঠানে বিশেষ ছাড়, মোবাইলের সীমাকার্ড মেলাসহ বিভিন্ন ধরনের প্রচারের ক্ষেত্রে উচ্চ শব্দে মাইকিং করা হয়। এলাকার সর্বত্র এখন বিপজ্জনক শব্দদূষণের এলাকায় পরিণত হয়েছে। প্রতিদিন মাইকে নানামুখী প্রচারের শব্দে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইকের যন্ত্রনা এখন এলাকাবাসীর কাছে অসহনীয় পর্যায়ে চলে গেছে। যানবাহনে কখনো একটি মাইক বেঁধে আবার কখানো দুটি মাইক বেঁধে উচ্চ শব্দে প্রচারণা চালায়।  দীর্ঘ সময় ধরে এভাবে মাইকিং করতে এখন আর দরকার পরে না ঘোষকের। ঘোষণাটি একবার রেকর্ড করে মোবাইলের মেমোরি কার্ডে নিয়ে যানবাহনে মাইক বেঁধে চলতে থাকে বিরতিহীন ঘোষণা।
সরেজমিনে দেখা যায়, আলু পিয়াজ রসুন বিক্রি কোচিংয়ে ভর্তি, বিদ্যালয়ে ভর্তি, বেসরকারি ক্লিনিক-ডায়গনিস্টিক সেন্টার, বিশেষজ্ঞ ডাক্তার, কোন প্রতিষ্ঠানে বিশেষ ছাড়, মোবাইলের সীমাকার্ড মেলাসহ বিভিন্ন ধরনের প্রচারের ক্ষেত্রে উচ্চ শব্দে মাইকিং করছে।
এছাড়াও কম দামে এলইডি বাল্ব বিক্রির প্রচারে উচ্চ শব্দে মাইকিং চলছে নিয়মিত।
 আইসক্রিম বিক্রেতা, সিজনালী ফল বিক্রেতা এমনকি আচার বিক্রেতারাও মাইকের উচ্চ আওয়াজের মাধ্যমে গ্রাহকের চাহিদা পুরণের চেষ্টা করে।
আবার পুরনো বই খাতা ক্রয় করতে এবং ভাঙ্গারী জিনিসপত্র ক্রয় করতেও উচ্চ শব্দের মাইক ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীরা।
এতে কেউ কেউ বিরক্ত হয়ে কানে আঙ্গুল দিয়ে পথ চলেন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ যেসব স্থানে মাইক বন্ধ রাখার নিয়ম রয়েছে, তাও মানছেনা কেউ।
এব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসানাত মোঃ মহিউদ্দিন বলেন, ৪০ ডেসিবেলের বেশি শব্দ হলে বা অতিরিক্ত বেশি শব্দ হলে মানুষের কানে প্রদাহ হতে পারে এমন কি কানের পর্দা ফেটে যেতে পারে। এছাড়া  অতিরিক্ত শব্দ দূষণে মানুষের ক্ষুদামন্দা, ঘুম কম হওয়াসহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে এমনকি আস্তে আস্তে বধির হয়ে যেতে পারে।সংবাদ প্রকাশঃ ৩০০৩২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ