সুউচ্চ ভবন/ শপিং সেন্টারে পার্কিং স্পেস থাকতে হবে=সিটি কর্পোরেশন

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি।।        সুউচ্চ ভবন/ শপিং সেন্টার/হাসপাতালের নিচতলা/আঙ্গিনা/গ্রাউন্ড ফ্লোরে আবশ্যিকভাবে পার্কিং স্পেস থাকতে হবে। .

কিন্তু পরিতাপের বিষয় হলো যে, অনেক ভবনেই পার্কিং স্পেস নিজেরাই দোকান বা গুডাউন বানিয়ে দখল করে রাখে।
ফলশ্রুতিতে মালিক/ক্রেতা/গ্রাহক/নাগরিকরা ওই ভবনে গেলে গাড়ি বা মোটর সাইকেল রাখতে পারে না। বাধ্য হয়ে মানুষ রাস্তায় পার্কিং করে। যে কারণে যানজট সৃষ্টি হয়।
.
প্রধান প্রধান সড়কের পার্শ্বে অবস্থিত প্রতিটি ভবন/শপিং সেন্টার/হসপিটালকে পার্কিং স্পেস যথাযথ রাখতে নোটিশ দেওয়া হয়েছে। বারংবার অনুরোধ করা হয়েছে।
.
যানজট নিরসনে ফুটপাত ও রাস্তার অবৈধ দোকান/ভ্যান যেমন সরানো দরকার, তেমনি সুউচ্চ ভবন/ শপিং সেন্টার/হাসপাতালের নিচতলা/আঙ্গিনা/গ্রাউন্ড ফ্লোরে পার্কিং স্পেস রাখা জরুরি। এসব ভবনের মালিকদের দায়িত্ব আরও বেশি।
.
যেহেতু এসব ভবনের মালিকগণ সামাজিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেহেতু তাঁদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনাদের সুচিন্তিত বিবেচনাপ্রসূত ভূমিকা দরকার। যানজট নিরসনে আপনাদের সহযোগিতা দরকার।
.
গতকাল কুমিল্লা সিটি কর্পোরেশনসহ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিম্নোক্ত ভবনগুলোর পার্কিং স্পেস নিজেরাই দখল করে রেখেছে। এগুলো খালি করার জন্য পার্কিং স্পেসকে সিলগালা করা হয়।

সমতট বিভা সিটি (স্বপ্ন)    কিউ আর টাওয়ার   কুমিল্লা দি হাট   বিবি সমতট   কাজী টাওয়ার   ময়নামতি গোল্ডেন টাওয়ার
…….যানজট নিরসনে সকল স্টেকহোল্ডারকে আন্তরিক সহযোগিতা করতে বিনীত অনুরোধ করা হলো।
……..অনুরোধক্রমে     কুমিল্লা সিটি কর্পোরশন।

সংবাদ প্রকাশঃ  ১৭-১১-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ