সিলেটের বন্যা দুর্গতদের পাশে আড়াইহাজারের ড্রিমি ইয়ুথ সোসাইটি, ১১’শ পরিবারকে সহায়তা

সিটিভি নিউজ, এম আর কামাল, নারায়ণগঞ্জ থেকে জানান : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ড্রিমি ইয়ুথ সোসাইটি সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১১’শ পরিবারকে সহায়তা প্রদান করেছে। শুক্রবার (২৪ জুন) সকাল থেকে এ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সিলেটের বাদাঘাট, কাজিরগাও কান্দিগাও, কোম্পানি গঞ্জের শিবপুর এলাকায় নৌকায় করে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়। ওই দিন দুপুরে ১১শ’ পরিবারকেই রান্না করা খাবার বিতরণ করেন।
সংগঠনের সভাপতি মাহবুব খান হিমেল জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ, ১১ হাজার’ পিছ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, চার হাজার পিছ খাবার স্যালাইন, ১১ হাজার পিছ প্যারাসিটামল ট্যাবলেট, এক’শ পিছ সেনেটারী নেপকিন/পেড, এক’শ পিছ সাবান, ১১’শ পিছ বাচ্চাদের নাপা সিরাপ, ১১’শ কেজি চিড়া, ১১’শ কেজি মুড়ি, ১১’শ কেজি আখের গুড়, ১১’শ প্যাকেট প্রিন্স টোস্ট বিস্কিট, ৬ হাজার পিছ মোমবাতি, পাঁচ’শ পিছ টি শার্ট, ১১’শ গ্যাস লাইটার প্রদান করা হয়েছে।
এছাড়াও ত্রান ও উদ্ধার কার্য কার্যক্রম পরিচালনা জন্যে প্রদান করা হয়েছে চারটি নৌকা ও ৩০টি বিএমডব্লিও ছাতা। তিনি আরো বলেন, ‘মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী অসহায় মানুষ। আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা কিছুটা হলেও চেষ্টা করেছি দুর্গতদের পাশে দাঁড়াতে। আমাদের এমন মানবিক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।’

সংবাদ প্রকাশঃ  ২৪-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ