সারাদেশের ন্যায় কুমিল্লায় করোনাসনাক্তে এগিয়ে

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।        মোঃ তরিকুল ইসলাম তরুন   জানান === গত২৪ ঘন্টায় অনেক সমস্যা মোকাবেলা করে সর্বশেষ করোনা সনাক্তে কুমিল্লা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষার মধ্যে ৫৬ জনের নমুনায় পজেটিভ এসেছে। এর মধ্যে আগে আক্রান্তদের দ্বিতীয় নমুনা থাকতে পারে বলে সিভিল সার্জন অফিস তা যাচাই করে দেখছে। যে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে সেগুলো গত ২ জুন সংগ্রহ করা নমুনা। এদের মধ্যে দক্ষিণ চর্থার ১ জন, উত্তর চর্থার ১ জন, পুলিশ হাসপাতালের ৫ জন, সিটি করপোরেশনের ১ জন, মোগলটুলির ১জন, কালিয়াজুড়ির ১ জন, বাদুড়তলার ১ জন, রেইসকোর্সের ২ জন, ভাটপাড়ার ১ জন, দৌলতপুরের পূর্বের চারজন, মডার্ণ হাউজিংয়ের এক চিকিসক, বারপাড়ার ১ জনের নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিসকও করোনায় আক্রান্ত হয়েছেন। কুমিল্লার চৌদ্দগ্রামের উপজেলা ভাইস চেয়ারম্যান এ এম বাহারের নমুনা নেগেটিভ এসেছে। তিনি করোনায় আক্রান্ত নন।এছারা চৌদ্দগ্রামের আলকরার বরুনকোয়ায় ১ জন, কুলাসারে ১ জন করোনায় আক্রান্ত। নাঙ্গলকোটের ১৮টি নমুনার মধ্যে মাত্র ২টি পজেটিভ এসেছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন, কান্দালের ১ জন আক্রান্ত। ২ জুন নেওয়া সদর দক্ষিণ উপজেলার ১৪ টি নমুনার সবগুলোই নেগেটিভ এসেছে। মুরাদনগরের ১৯টি নমুনার মধ্যে ১৮টি উত্তর তিরিশের। সেখানে ৩ জনের পজেটিভ ও বাংগরার ১জনের পজেটিভ এসেছে।  সংবাদ প্রকাশঃ  ৯২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTV NEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।  CTVNEWS24  See More সিটিভি নিউজ।। =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=

Print Friendly, PDF & Email