সাপাহারে ১৫ হাজার ৪শ’ ৫৩টি পরিবারে টিবিসির পণ্য ভূর্তকি মূল্যে দিতে সংবাদ সম্মেলন

সিটিভি নিউজ।।     প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভূর্তকি মূলে নিন্ম আয়ের মানুষের নিকট টিবিসির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের সার্বিক কর্মকান্ড সর্বসাধারণকে অবহিতকরণের লক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আায়োজনে শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রালয় কর্তৃক সমগ্র বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নিস্ম আয়ের ১ কোটি পরিবারের নিকট আসন্ন পবিত্র রমজান শুরুর আগে ও রমজানের মাঝামাঝিতে মোট ২বারে টিবিসির পণ্য বিক্রয় করা হবে বলে জানান।
এরই অংশ হিসেবে সাপাহার উপজেলার ১৫ হাজার ৪শ’ ৫৩টি নিন্ম আয়ের পরিবারের নিকট নিত্য প্রয়োজনীয় টিবিসির পণ্য ভূর্তকি মূলে বিক্রয়ের বিষয়টি সংবাদ সম্মেলনে জানান।
রোববার থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রথম পর্যায়ে একজন ব্যাক্তি ২ কেজি চিনি, ২ কেজি মশুরডাল, বোতলজাত সয়াবিন তেল ২ লিটার ৪৬০ টাকায় কিনতে পারবেন।

সংবাদ প্রকাশঃ  ১৯-০৩-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ