সাপাহারে শেখ রাসেল দিবস উদযাপন

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ ।।    প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “শেখ রাসেল দীপ্ত জয়োল্লআস অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।
সোমবার (১৮অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এম.পি, মাননীয় মন্ত্রী, খাদ্যমন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এসময় শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এসময় বিশেষ অতিথী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন, উপজেলা কৃষি অফিসার মজিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: অশীষ কুমার দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান। আলোচনা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।

সংবাদ প্রকাশঃ  ১৮-১০-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email