সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সিটিভি নিউজ।।    প্রদীপ সাহা,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: ‘মুজিব বর্ষে শপথ করি- প্লাস্টিক দূষণ রোধ করি’প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান,পণ্যের ন্যায্য মূল্য ও গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষে সরকার ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রণয়ন করেছে।
আইনের যথাযথ বাস্তবায়নের জন্য প্রয়োজন জনপ্রতিনিধি,ব্যবসায়ী,প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা। একই সাথে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধ করতে হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার,খঞ্জনপুর কোম্পানী কমান্ডার সুবেদার হাবিবুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ,জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম সহ উপজেলার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক,ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন ।

সংবাদ প্রকাশঃ  ১৫২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ