সাপাহারে নির্বাচনী ক্যাম্পে মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সিটিভি নিউজ।।           প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার কৃষ্ণসদা গ্রামে নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পরে ক্যাম্পের পোস্টার ও ব্যানার পুড়িয়ে ফেলেছে দুর্বিত্তরা।
জানা গেছে, ২৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উপজেলার ৭নং ওয়ার্ডের কৃষ্ণসদা গ্রামে নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের পার্শে এই গ্রামের মৃত এসতাব আলীর ছেলে মৎস্যচাষী ইলিয়াস হোসেন (৬০) বাজাজ সিটি মটরসাইকেল রেখে পার্শে এক পুকুরে জেলেরা মাছ ধরছিলেন সেখানে তিনি যান, তার ২০ মিনিটের মধ্যে জেলেরা আগুন ও ধোয়া দেখতে পায়।
ঘটনাস্থলে জেলেরা গিয়ে দেখেন নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের বাহিরে রাখা মটরসাইকেলটি কে বা কাহারা নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের ভিতর রেখে মটরসাইকেল আগুন ধরিয়ে দেয়।
এসময় ক্যাম্পের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে মটরসাইকেল ও ব্যানার পোস্টারে। তার পরে স্থানীয় জেলেরা ক্যাম্পের পাশে অবস্থিত বাড়ির লোকজনদের ডেকে আগুন নিভাতে প্রায় ১ ঘন্টা লেগে যায় এর মধ্যে মটরসাইকেলটি সম্পূর্ন পুড়িয়ে যায়। খবর পেয়ে আওয়ামীলীগের নেতা কর্মীর ছুটে আসেন।
শনিবার বেলা ১১টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাপাহার সার্কেল সবুজ হোসেন ও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদ প্রকাশঃ ৩০১২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ