“সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ” বই উৎসব ২০২১

সিটিভি নিউজ।।    দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান ॥ “নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙ্গীন”-এই শ্লোগানকে সামনে বিভিন্ন উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বাস্থবিধী মেনে পালিত হলো দিনাজপুর সদর উপজেলার মধ্য বালুবাড়ী ফুড অফিসের সামনে “সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ” বই উৎসব ২০২১।

“প্রধানমন্ত্রীর অঙ্গীকার নতুন বছরের বই বিতরণ” এই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারো বছরের শুরুতে সারা দেশের মতো শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক স্টিফেন্স লাখ মালকার ।

বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার ডগলাস ডালিম রয়, মোঃ আবু তাহের ,মিস্টার বিপ্লব মহন্ত, মোঃ সাইফুর রহমান, মুশফিকা মোসাদ্দেক মাশফি, আফ্রিন আরা আহম্মেদ, মোছাঃ মৌসুমী জাহান, আজমেরী রিফাত চৌধুরী, মোঃ নাজমুল হোসাইন, সংকের দোয়েল শর্মা, শাকিলুর রহমান, মোঃ আবু সাঈদ, আসলাম আলী, ফারা আলিম মিম, দেলোয়ার হোসাইন, আক্তাতা পারভীন, মোঃ রফিকুল ইসলাম সহ সকল শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ।

ক্যাপসন ঃ
দিনাজপুর ॥ “নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙ্গীন”-এই শ্লোগানকে সামনে বিভিন্ন উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বাস্থবিধী মেনে পালিত হলো দিনাজপুর সদর উপজেলার মধ্য বালুবাড়ী ফুড অফিসের সামনে “সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ” বই উৎসব ২০২১ অনুষ্ঠানে বই বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক স্টিফেন্স লাখ মালকার । উপস্থিত ছিলেন সকল শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ ।

সংবাদ প্রকাশঃ  ৭২০২১ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ