সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল মজিদ’র ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।।     তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিবেদক: =   সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে প্রধান সড়কের পাশে অবস্থিত সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ১৯৮৫ সালের প্রতিষ্ঠাতা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘ ২৭ বছরের সাধারণ সম্পাদক, সখীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, সখিপুর হাসপাতাল প্রতিষ্ঠাতার নেপথ্যের কারিগর, দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা, সমাজসেবক, মানব দরদী মরহুম আলহাজ্জ মো. আব্দুল মজিদ’র ৩য় মৃত্যুবার্ষিকী ১২ অক্টোবর বুধবার বেলা ১১ টা হতে কলেজের আইসিটি হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার স্কাউটস গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের দীর্ঘদিনের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ মো. রিয়াজুল ইসলাম।

কলেজ রোভার গ্রুপ সম্পাদক ও জেলা রোভারের কোষাধ্যক্ষ মো. আবু তালেব শিক্ষকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রোভার স্কাউট গ্রুপের উপদেষ্টা, হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সাবেক উপাধ্যক্ষ আলহাজ্জ মো. আব্দুল মজিদ, কলেজ প্রতিষ্ঠাতার একমাত্র পুত্র, কলেজের প্রাক্তন ছাত্র, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। আরো বক্তব্য রাখেন কলেজের রসায়ন বিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান স্বপন কুমার মন্ডল, রোভার স্কাউট লিডার ও ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), কলেজের প্রাক্তন ছাত্র মো. শহিদুল ইসলাম, রোভার মাসুম বিল্লাহ প্রমূখ।

বক্তাগণ- প্রয়াত আলহাজ্জ আব্দুল মজিদ’র দীর্ঘ কর্মময় জীবনে অবদানের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শরীফ পরিচালনা করেন কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট  মো. আব্দুল কাদের।

কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ আবুল মজিদ সহ সকল প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে শেষে দোয়া পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান ফেরদৌসী পপি, মনোবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ এ.এস.এম মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মো.আজহারুল ইসলাম, সিনিয়র প্রভাষক মো. আকরাম হোসেন, আলহাজ্জ মাসুদ করিম, প্রভাষক দৌলতুন্নেছা পারুল, তৌহিদুল ইসলাম, রিতা রানী, রাবেয়া খাতুন, পারভীন সুলতানা, প্রদীপ কুমার মন্ডল, মো. রফিকুল ইসলাম, সহকারী লাইব্রেরিয়ান শহিদুল ইসলামসহ স্টাফবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় মো. সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, ইকবাল মাসুদ’র পুত্রদ্বয়, কলেজের সিনিয়র রোভার মেট শেখ নাহিদুর রশীদ সহ অন্যান্য রোভার ও গার্ল-ইন রোভারবৃন্দ।

সংবাদ প্রকাশঃ  ১২-১০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email