সম্পত্তির জের ধরে বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

সিটিভি নিউজ।।     আবদুর রহিম, মনোহরগঞ্জ (কুমিল্লা) :====
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার ঝলম (দঃ) ইউনিয়ন এর বচইড় গ্রামের মৃত আবদুল খালেকের রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তির জের ধরে গত ২৩ মার্চ আনুমানিক ভোর ৬টার সময় আগে থেকেই পরিকল্পিতভাবে বড় ভাই সিরাজুল হক ও তার ২ ছেলে স্ত্রী সহ ছোট ভাই আবদুর রহিমকে হত্যার উদ্দেশ্যে চুরি, লাঠি ও রট দিয়ে আক্রমন করে রট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলে ও চুরি দিয়ে আঘাত করে বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। গুরুতর আহত আবদুর রহিমকে তার ভাইসহ স্থানীয় এলাকাবাসী মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে এনে ভর্তি করে। অবস্থা অবনতি দেখলে দায়িত্বরত ডাক্তার কুমিল্লা হাসপাতালে প্রেরণ করেন। আত্মীয়রা তাকে কুমিল্লার মোহন হসপিটাল ভর্তি করে। আবদুর রহিমের অবস্থা আশংকাজন হলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ঘটনায় তার ভাই শাহাব উদ্দিন (৪৬) বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন ১) সিরাজুল হক (৫০) পিতা : মৃত আবদুল খালেক, ২) মোসাঃ পারভিন (৪৫), স্বামী ঃ সিরাজুল হক, ৩) মোঃ তুষার (২২), পিতা ঃ সিরাজুল হক, ৪) মোঃ আলমগীর হোসেন (১৯) পিতা ঃ সিরাজুল হক। মামলার ধারা ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/৩৪। আহত আবদুর রহিম বলেন, আমরা ৫ ভাই ২ বোন বাবার পৈত্রিক সম্পদ নিয়ে বন্টন বিহীন বাড়িতে মেঝো ভাই জোরপূর্বক বসত ঘর উত্তোলন করায় সম্পত্তি বন্টন না হওয়া পর্যন্ত কোন বসত ঘর না করার জন্য মোবাইলে বাধা প্রদান করি। সম্পত্তি বন্টন বৈঠকের বিষয়ে পরিবারের সবার সম্পতিক্রমে বাড়িতে থাকতে বললে আমি গত ২২ মার্চ ঢাকা থেকে বাড়িতে আসি। সকালে ফজরের নামাজের ওযু করার জন্য বাড়ির উঠানে টিউভওয়েলে আসলে এমনাবস্থায় পুর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার উপর অতর্কিত হামলা চালায় এর পর আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছি।
মামলার আসামী সিরাজুল হককে তার মুঠো ফোনে কয়েকবার কল দিয়ে পাওয়া যায়নি।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন বালার নিকট এ বিষয়ে জানতে চাইলে, তিন জানান, উক্ত মামলার আসামীদের মাঝে ২য় নং আসামী মোসাঃ পারভিনকে আটক বরে জেলে পাঠানো হয়। ৩ নং ও ৪ নং আসামী জামিনে আছেন। ০১ নং মূল আসামী সিরাজুল হক (৫০) কে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।

সংবাদ প্রকাশঃ  0১-০৪-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ