সমতটের কাগজ-এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, গুণীজন সম্মাননা

সিটিভি নিউজ।।    স্টাফ রিপোর্টার : ২৮ নভেম্বর কুমিল্লা শিল্পকলা একাডেমীতে বিকেলে সমতটের কাগজ-এর চতর্থ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, কবিতা পাঠ, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন রিসোর্স এন্ড পাবলিকেশন ক্যারিকুলাম ডেপেলপমেন্ট স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর পরিচালক অধ্যাপক ডা: কেপি সাহা, উপসচিব জাকির হোসেন কামাল (জনপ্রশাসন মন্ত্রণালয়), কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-ছড়াকার জহিরুল হক দুলাল, দেশসেরা সিলন সুপার সিঙ্গার (এনটিভি) সুমনা রহমান, নটরডেম ইউনিভার্সিটির প্রফেসর-রবীন্দ্র গবেষক ড. জমির হোসেন, অধ্যাপক ও কলামিস্ট ববি বড়ুয়া, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ঢালী মো: দেলোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনুয়াখলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার। স্বাগত বক্তব্য রাখেন-সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল। বক্তব্য রাখেন-বাংলাভিশন টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাবু, প্রভাষক-কবি জয়াশিস বনিক, অধ্যাপক শাহীন শাহ, এপেক্সিয়ান আব্বাস উদ্দিন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অনিমেষ চক্রবর্তী, কাফেলার সিইও মো: জাহাঙ্গীর আলম হাজারী প্রমুখ। অনুষ্ঠানে আবৃত্তি করেন-চট্টগ্রাম থেকে আগত প্রমার নন্দিত আবৃত্তিকার রুনা চৌধুরী, মৌসুমী চক্রবর্তী মৌ, ঢাকা থেকে আগত কবি-সাহিত্যিক-আবৃত্তিকার প্রভাষক জাহানারা রেখা ও জনপ্রিয় আবৃত্তি সংগঠক ও আবৃত্তিকার এটিএম সাইফুল ইসলাম।অনুষ্ঠানে সমতটের কাগজ থেকে প্রকাশিক অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দারের তৃতীয় কাব্যগ্রন্থ-অপেক্ষায় কেটে গেলো কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

বেলা ২টায় উদ্বোধন করেন কুমিল্লার জনপ্রিয় কবি, সংগঠক ও নাট্যাভিনেতা ফখরুল হুদা হেলাল। অতিথি কবিদের মধ্যে বক্তব্য রাখেন-ফারজানা রহমান শিমু, কবি আখতারী ইসলাম, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের অধ্যাপক-কবি ফারুক সুমন, চট্টগ্রাম থেকে আগত রামু সরকারি কলেজের অধ্যাপক-বিশিষ্ট লেখক-কলামিস্ট সুপ্রতিম বড়ুয়া, ফুলকলি খেলাঘর আসরের সভাপতি কমল চন্দ খোকন, এথনিকা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এবং কবি নুরজাহান আক্তার, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, নারীনেত্রী জোনাকী মুন্সী, কণ্ঠশিল্পী জুঁই চক্রবর্তী, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, কবি-সাহিত্যিক নূরনাহার নিপা, কবি বিভাগ ইন্দু, সমতটের কাগজ-এর সহকারি সম্পাদক কাজী আবুল খায়ের, রোটারিয়ান আনোয়ার হোসাইন, কবি নূরজাহান আক্তার, লেখক-কলামিস্ট গাজী জাহাঙ্গীর আলম জাবির, সমতটের কাগজ-এর বিশেষ প্রতিনিধি ওমর কাইয়ুম পলাশ, সাংস্কৃতিক সংগঠক চন্দন দাশ, ইটানিয়াম কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্বত্ত্বাধিকারী জহিরুল আলম, ফুলকলি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সাদ বিন ইউসুফ, ডাক দিয়ে যাই কুমিল্লার সভাপতি মুন্সী শফিকুল, ইসলাম, কবি-সাংবাদিক তিহান আহমেদ, আবু জিহাদ রুহি,কবি ডা: দীনেশ ভট্টাচার্য, উষসী কুমিল্লার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংস্কৃতিক সংগঠক ওমর ফারুক হৃদয় প্রমুখ। সমতটের কাগজ গুণীজন সম্পাননা লাভ করেন টেলিভিশন সাংবাদিকতায়  সাইয়িদ মাহমুদ পারভেজ-বাংলাভিশন টেলিভিশন, আনোয়ার হোসান (বৈশাখী টেলিভিশন), সাংবাদিক মাহামুব আলম বাবু, অধ্যাপক ববি বড়ুয়া, প্রভাষক ও কবি-সাহিত্যিক আবৃত্তিশিল্পী জাহানারা রেখাসহ কয়েজন সৃজনশীল ব্যক্তিত্ব।

উল্লেখ্য, সমতটের কাগজ ২০১৬ সাল থেকে নিজস্ব উদ্যোগে সমতটের কাগজ বর্ষপূর্তিতে দেশবরেণ্য গুণীজনদের সম্মাননা নিয়ে থাকে। অনুষ্ঠানটি উপস্থাপনে ছিলেন কবি শিপন মানব ও কবি ইসমাইল জুমেল।

সংবাদ প্রকাশঃ  ৩০১১২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ