সমতটের কাগজ-এর আয়োজনে দেশীয় চলচ্চিত্রের কালজয়ী পুরুষ-কিংবদন্তী চলচ্চিত্রকার জহির রায়হানের অন্তর্ধান দিবস পালন

সিটিভি নিউজ।।     ওমর কাইয়ুম পলাশ:নিজস্ব সংবাদদাতা জানান ==  করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আজ ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার শহরের কান্দিরপাড়ে সাত্তার খান কমপ্লেক্সের সপ্তম তলায় সমতটের কাগজএর আয়োজনে দেশীয় চলচ্চিত্রের কালজয়ী পুরুষকিংবদন্তী চলচ্চিত্রকারসাহিত্যিকশহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের অন্তর্ধান দিবস পালন করা হয়এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতিবিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ববীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল  বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কবি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উদীচী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ, সহযোগী অধ্যাপকসৃজনশীল লেখক রাহুল তারণ, সৃজনশীল সংগঠন কাফেলার সিইউ মোঃ জাহাঙ্গীর আলম হাজারী সমতটের কাগজএর সম্পাদক প্রকাশক জামাল উদ্দিন দামালের সঞ্চালনায় ক্ষণজন্মা চলচ্চিত্রকারসাহিত্যিকসাংবাদিক কমিউনিস্ট নেতা জহির রায়হানের বিশাল সৃষ্টিশীল কাজ নিয়ে আলোচনা করেন সম্মানিত অতিথি কবিসাহিত্যিককলামিস্টঅধ্যাপক শাহীন শাহ, সমতটের কাগজএর সহকারি সম্পাদককলামিস্ট কাজী মোআবু হানিফ, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সংগীত শিল্পী ওমর ফারুক, বীরমুক্তিযোদ্ধা কবি মোঃ ইকরাম উল্লাহ, এডভোকেট মোহাম্মদ জাফর আলীযুমনা লাইফ ইন্সুরেন্সএর কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান সুমন, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জয়নাল আবেদীন রনি, সংগঠক মোঃ আবদুল হান্নান, শিক্ষানুবিস আইনজীবী মোঃ জাহেদী হাসান মাসুম, নাট্যশিল্পী সানজিদা রুমানা নাট্যশিল্পী ওমর ফারুক জয় প্রমুখ 

বক্তারা বলেন, বড় ভাই শহীদ বুদ্ধিজীবীসাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে একটি স্বাধীন দেশে জহির রায়হান চিরতরে হারিয়ে গেলেন চলচ্চিত্রে জীবনস্পর্শী সাহিত্যধারার গুণী শিল্পীর নাম জহির রায়হানদেশীয় চলচ্চিত্রের কালজয়ী পুরুষকমিউনিস্ট নেতা জহির রায়হানের অন্তর্ধান আমাদের চলচ্চিত্রাঙ্গন সাহিত্যাঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে আমাদের ইতিহাস ঐতিহ্য রক্ষায় জহির রায়হান চর্চা অতীব জরুরী 

সংবাদ প্রকাশঃ  ৩১-০১-২০২২ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ