সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ সামনের দিকে আরো এগিয়ে যাবে-মন্ত্রী তাজুল ইসলাম

সিটিভি নিউজ।।     নেকবর হোসেন     কুমিল্লা প্রতিনিধি============
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি-বিদেশি বিভিন্ন সাংবাদিক ও পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিরা এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ইতিমধ্যে দেশ-বিদেশের মানুষের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার দিনব্যাপী কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠ, সরসপুর ইউনিয়নের ভাউপুর, নাথেরপেটুয়া এবং বিপুলাসার ইউনিয়নে নির্বাচনী মতবিনিময়সভা ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, ‘দেশে যখন নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক এমন সময়েও বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে রয়েছেন। তবে তাদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
এটি বারংবার প্রমাণিত হয়েছে। সারাদেশে ব্যাপক উন্নয়নের পাশাপাশি আমার নির্বাচনী এলাকায় সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সংঘটিত হয়েছে। আমার নির্বাচনী এলাকার সাধারণ ভোটাররা সচেতন। তারা উন্নয়নে বিশ্বাসী।
তাই উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে তারা আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি।’
বিএনপি সুশাসন কীভাবে দেবে সে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি হলো সন্ত্রাস আর মানুষ খুন। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশকে সর্বক্ষেত্রে পিছিয়ে নিয়েছে। বিএনপি সময়ে সংসদে খাদ্য ঘাটতি নিয়ে সমালোচনা হলে তৎকালীন অর্থমন্ত্রী জবাব দিয়েছিলেন,তাতে বৈদেশিক সাহায্য প্রাপ্তি সহজ হয়। আর আমার নেত্রী শেখ হাসিনা তখন প্রতিবাদ করে বলেছিলেন, ভিক্ষুকের জাতি হওয়ার জন্য ৩০ লাখ লোক শহাদাৎ বরণ করে স্বাধীনতা ছিনিয়ে আনেনি।

স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের মানুষ পরিশ্রমী এবং বাংলাদেশের মাটি উর্বর হওয়া স্বত্বেও পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সংগ্রামে পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেন। মানুষের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে স্বাধীনতা অর্জন করে যখন তিনি নতুন দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছিলেন তখনই ঘাতকেরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হত্যা করে। তবে ঘাতকদের ষড়যন্ত্র সফল হয়নি কারণ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার হাত ধরে আজ বাংলাদেশ পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘এক সময় বাংলাদেশকে ভিক্ষুকের জাতি বলা হতো। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল।’

মো. তাজুল ইসলাম এ সময় দেশের মানুষকে উৎসাহ উদ্দীপনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সঠিক জনপ্রতিনিধি নির্বাচন করে ভোটার হিসাবে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন, ‘সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ সামনের দিকে আরো এগিয়ে যাবে।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ভোটারদের অবাধে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করতে হবে। ভোটকেন্দ্রে কোনো প্রকার অস্থিতিশীলতা তৈরির অপপ্রয়াস রুখে দিতে সকলকে সতর্ক থাকতে হবে। যেহেতু আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাই একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে চাই।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার মো. আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন, লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী প্রমুখ।

সংবাদ প্রকাশঃ ২৭১২২০২৩ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ