সদর দক্ষিণে র‌্যাব সদস্যদের সাথে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় ঘটনায়,৮ জন আটক

সিটিভি নিউজ।।      নেকবর হোসেন    কুমিল্লা প্রতিনিধি  জানান ===
কুমিল্লার সদর দক্ষিণে র‌্যাব সদস্যদের সাথে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় ঘটনায় আটজন আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর এশটি বিশেষ আভিযানিক দল ০৭ এপ্রিল রাতে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকা দিয়ে মাদকের বড় চালান পার হচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে দূর থেকে দেখতে পায় ২০/২৫ জন মাদক ব্যবসায়ীর একটি দল কাঁধে করে মাদকের বস্তা নিয়ে মাঠ দিয়ে যাচ্ছিল। এমতাবস্থায় কর্তব্যরত টহল কমান্ডার তাদেরকে থামতে বলে এবং নিজেদের র‌্যাব পরিচয় দেয়। র‌্যাবের উপস্থিতি দেখে কিছু মাদক কারবারী দৌড়ে পালিয়ে যায় এবং একই সাথে কিছু মাদক কারবারী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এই ঘটনায় র‌্যাব সদস্য কর্পোরাল মোঃ রুবেল গাজী গুলিবিদ্ধ হয়ে বর্তমানে কুমিল্লা সিএমএইচ এ চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় ১২ জনকে এজাহার নামীয় এবং ০৫/০৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে সদর দক্ষিণ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল হতে গ্রেফতারকৃত পাঁচ জনের মধ্যে তিন জন মোঃ মশিউর রহমান(২১); সবুজ ইসলাম(২০); মোঃ শরীফ মিয়া(১৯)কে সদর দক্ষিণ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়াগুলিবিদ্ধ দুইজন মাদক ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলাম(২২) এবং মোঃ হযরত আলীকে(২০) কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার দেখানো হয়েছে। ৮ এপ্রিল রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত মোঃ দেলোয়ার হোসেন(৪৯); মোঃ সাইফুল ইসলাম(২৭) এবং মোঃ রবিউল হাসানকে (২৫) গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত উক্ত ঘটনায় মোট ০৮ জনকে (এজাহার নামীয়) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে সম্পৃক্ত বাকি আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।সংবাদ প্রকাশঃ  0৯-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ