সঠিক নেতা নির্বাচন না করতে পারলে, সমবায়ী প্রতিষ্ঠানের উন্নতি হয়না=তপু

সিটিভি নিউজ।।ওমর ফারুকী তাপস।। নিজস্ব প্রতিনিধি জানান ==     ডঃ আখতার হামিদ খানের প্রতিষ্ঠিত সমবায়ী প্রতিষ্ঠান কেটিসিসিএ লিমিটেডের পরিচালনা পরিষদের নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৯ অক্টোবর। এই নির্বাচনে সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমবায়ী ও মুজিব সৈনিক ,সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের বিশ্বস্থ ও অনুসারী মোঃ জোনায়েদ শিকদার তপু। তিনি দোয়াত কলম প্রতিক নিয়ে নির্বাচনে ভোট প্রার্থী হয়েছেন। জানাগেছে জনাব জোনায়েদ শিকদার তপু একজন বিশিষ্ট সমবায়ী। তিনি বিগত বেশ ক বছর ধরে সরকার মনোনীত প্রতিনিধি হিসেবে কেটিসিসিএ লিমিটেডের পরিচালনা পরিষদে সততার সাথে প্রতিনিধিত্ব করছেন।  পরোপকারী ,বিনয়ী ও হক কথা বলা মানুষ তপু সকলের সাথে সদা হাসিমুখে কথা বলেন। সততা ও সমবায়ীদের কল্যাণে হককথা বলার কারনে ইতিমধ্যেই সকল সমবায়ীদের মনজয় করতে পেরেছেন। গত ১৪ অক্টোর সন্ধ্যায় জনাব মোঃ জোনায়েদ শিকদার তপু সিটিভি নিউজকে বলেন, সততা না থাকলে যেমন সমবায়ী প্রতিষ্ঠান বেঁচে থাকতে পারেনা,তেমনি সঠিক নেতা নির্বাচন না করতে পারলে  সমবায়ী প্রতিষ্ঠানের উন্নতি হয়না। তপু জানান তার উৎসাহ ও পরামর্শক্রমেই ডঃ আখতার হামিদ খানের প্রতিষ্ঠিত সমবায়ী প্রতিষ্ঠান কেটিসিসিএ লিমিটেডের পরিচালনা পরিষদের সভায় প্রস্তাব ও দাবী তুলে তিনি কেটিসিসিএর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাসস্থান নির্মান করেছেন,রাজগঞ্জের সমবায় মার্কেটের ২০বছরের বকেয়া ১৫ লাখ টাকার মধ্যে ৭ লাখ ৫০ হাজার টাকা আদায় করেছেন।যা বিগত দিনে কেউ আদায় কতে পারেনি। দুটি পুকুরকে সততার সাথে প্রতিযোগিতামূলক বাজার যাচাই করে ৫ বছরের জন্যে ২৪ লাখ টাকা লীজ প্রদান করেছেন। অন্যকেউ হলে এই টাকা নয় ছয় করতো। এরকম অনেক ক্যাণ ও আয় বৃদ্ধিমূলক কাজ তিনি ইতি মধ্যেই করেছেন। আর তিনি নির্বাচিত হলে প্রশিক্ষণ ক্লাশে সভাপতি ও ম্যানেজারদের সম্মানী ভাতা বৃদ্ধি করবেন, কেটিসিসিএর নতুন প্রকল্প গ্রহণ করবেন। সঞ্চয় আমানত আলোচনা করে ফেরত দিবেন। আধুনিক কমিউনিটি সেন্টার নির্মান করবেন এর ফলে সমবায়ীদের আর্থিক আয় বৃদ্ধি পাবে  । ডঃ আখতার হামিদ খানের বাস ভাবনটি সংস্কার করা সহ সমবায়ীদের কল্যাণে কাজ করবেন বলে জানান জোনায়েদ শিকদার তপু। তিনি আরো জানান কুমিল্লা সদর উপজেলা,সদর দক্ষিণ উপজেলা ও বুড়িচং উপজেলা র ২৩২জন সমবায়ী সদস্যদের সাথে স্বাক্ষাত করে কথা বলেছেন এবং ভোট প্রার্থনা করেছেন। বেশীরভাগ সদস্যই তাকে দোয়া ও সমর্থন দিয়েছেন।

সংবাদ প্রকাশঃ  ১৫১০২০২০ইং (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like সিটিভি নিউজ@,CTVNEWS24   এখানে ক্লিক করে সিটিভি নিউজের সকল সংবাদ পেতে আমাদের পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুনসিটিভি নিউজ।। See More =আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন=   

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ