শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে  ট্যুর গাইড এন্ড ইকো ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন 

সিটিভি নিউজ।।    গাজী জাহাঙ্গীর আলম জাবির, ঢাকা- সাভার থেকে।।
পর্যটন শিল্পে দেশের যুব সমাজর  কর্মসংস্থান ও   দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। এই খাতকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট , সাভার -ঢাকা কর্তৃক “ট্যুর গাইড এন্ড ইকো ট্যুরিজম ম্যানেজমেন্ট বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইনস্টিটিউটের মহাপরিচালক ও যুব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি ছিলেন, ইনস্টিটিউটের সাবেক পরিচালক মোঃ মোরশেদ উদ্দিন আহমদ।প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী পরিচালক ডঃ মোঃ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তথ্য – প্রযুক্তির সঙ্গে বিশ্ব দরবারে বাংলাদেশ কে তুলে ধরতে এবং অপার সম্ভাবনার খাত পর্যটন শিল্পের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সময়োপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
উক্ত প্রশিক্ষণে দেশের ১৭ জেলার ৩৫ জন যুব সংগঠক ও গবেষক অংশগ্রহণ করে। কুমিল্লা জেলা থেকে আলোকিত যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, লেখক ও সংগঠক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির কুমিল্লার প্রতিনিত্বি করছেন। কোর্সটি গতকাল ৫ ডিসেম্বর থেকে  শুরু হয়ে ১৭ ডিসেম্বর সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।সংবাদ প্রকাশঃ  ০৬-১২-২০২১ইং । (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে/লিংকে ক্লিক করুন=  

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন)
(If you think the news is important, please like or share it on Facebook)
আরো পড়ুনঃ