শেখ হাসিনার অধীনে দেশে কোন নির্বাচন হবেনা- কাজী জাফরের স্মরণসভায় জাপা মহাসচিব

সিটিভি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

সিটিভি নিউজ।। মোঃ বেলাল হোসাইন  চৌদ্দগ্রাম, কুমিল্লা   ঃ জাতীয় পার্টি (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একসময় তত্বাবধায়ক সরকারের জন্য রাজপথে ছিলাম। ঐ সময়ে আন্দোলন করতে গিয়ে জেল, হামলা, মামলার শিকার হয়েছিলাম। যুগোপৎ আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংবিধানে নির্বাচনকালীন সরকার দেন। কিন্তু যেই শেখ হাসিনার নেতৃত্বে তত্বাবধায়কের আন্দোলন করি সেই শেখ হাসিনাই সরকার গঠন করে সংবিধান থেকে নির্বাচনকালিন নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেন। চিরদিন সরকারে থাকার জন্য শেখ হাসিনা ইচ্ছেমতো আইন প্রণয়ন করছে। শেখ হাসিনা দরবেশের বেশে শিকারি হয়েছে। আগামীতে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না। এ সরকারকে হঠাতে হবে। আমরা এখন ২০ দলীয় জোটের সাথে আছি। খালেদা জিয়াকে মুক্ত করবো। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করে ছাড়ব, ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমরা কাজী জাফর আহমেদের স্বপ্ন বাস্তবায়ন করব। তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন জনগণের এমপি নন। বাংলাদেশে গত ১৪ বছরে ১০ লক্ষ টাকা টাকা পাচার হয়েছে। ওনি এখন লুটেরাদের সরকার প্রধান।
শনিবার সকালে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুস্পস্তবক অর্পন শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী নাহিদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পাটি (জাফর) এর যুগ্ম মহাসচিব কাজী মোঃ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, জাপা’র যুগ্ম সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রফিকুল ইসলাম মিয়াজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হুমায়ন কবির মজুমদার, যুগ্ম প্রচার সম্পাদক লোকমান পাটোয়ারী, ভাসানী পরিষদের কেন্দ্রীয় নেতা আবু আসাদ, সুমীর কর, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম বাদশা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ডাঃ মামুন হাসিব ভুঁইয়া, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ভাতিজা কাজী আরিফ রহমান, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি কাজী ফয়েজ আহমেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা জাতীয় পার্টি(এরশাদ) সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জাতীয় পার্টি(জাফর) সাধারণ সম্পাদক আবদুল্লাহ চৌধুরী পাশা, ছাত্রনেতা মেহেদী হাসান, তানভীর পারভেজ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারী মোঃ শাহজাহান, যুবসংহতি নেতা ইব্রাহীম খাঁ, কবির হোসেন, মোঃ ইয়াছিন, উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক এম আর শাহজাদাসহ দলমত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ প্রকাশঃ  ২৭-০-২০২২ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like  See More =আরো বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন=  

Print Friendly, PDF & Email